রোগীর মৃত্যু, পরিজনদের হাতে হেনস্থার প্রতিবাদে পরিষেবা বন্ধ করলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্সরা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮জুলাইঃ
ফের দুর্গাপুর মহকুমা হাসপাতাল নিয়ে তৈরী হল বিতর্ক। দিন কয়েক বৃহস্পতিবার এই হাসপাতালের বাইরে ড্রেনে পরে মৃত্যু হয় এই হাসপাতলেই চিকিৎসাধীন এক যুবকের। এরপর ফের গতকাল রাতে এই হাসপাতালেই মৃত্যু হয়েছে এক ব্যাক্তির। পরিবারের দাবি চিকিৎসায় গাফিলতির কারনেই মৃত্যু হয়েছে তাঁর। অপরদিকে ওই রোগির পরিবার পরিজন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মারধর করে বলে অভিযোগে সকাল থেকে পরিষেবা বন্ধ করে দেন।
দুর্গাপুরের সগড়ভাঙ্গার বাসিন্দা প্রবীন পাল শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বুধবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। প্রবীনবাবুর স্ত্রী জানান হাসপাতালে ভর্তির পর তাঁর শ্বাসকষ্ট আরো বাড়তে থাকে। এরপর তাঁর মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির কারনেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন প্রবীনবাবুর স্ত্রী।
এদিকে হাসপাতালের চিকিৎসকদের অভিযোগ ওই রোগীর মৃত্যুর পর আজ সকালে তাঁর আত্মীয় পরিজনরা তাদের মারধর করেন। পাশাপাশি এক কর্তব্যরত নার্স বলেন যে, করোনার এই পরিবেশের মধ্যে প্রাণের ঝুঁকি নিয়ে তাঁরা কাজ করে চলেছেন তবুও তাদের নানা সময়ে এভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। তাই তাঁরা প্রতিবাদে আজ সকাল থেকে পরিষেবা বন্ধ করে প্রতিবাদে সামিল হয়েছেন।