অন্ডাল বিমানবন্দরে যাত্রী লাগেজ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২
BIG BREAKING
আমার কথা, অন্ডাল, ৫ সেপ্টেম্বর:
অন্ডাল বিমান বন্দরে যাত্রীর সাথে থাকা ল্যাগেজ থেকে উদ্ধার হল দেশি রিভলবার ও কার্তুজ। অভিযুক্ত দুই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ধৃত দু’জন বীরভূমের বাসিন্দা বলে খবর।
বৃহস্পতিবার মুম্বাই যাওয়ার বিমান ধরতে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন সাজেদ সুলেমান মল্লিক ও মোহাম্মদ ইকবাল নামের দুই যাত্রী। সম্পর্কে তারা আত্মীয়। বীরভূম জেলার সিউড়ি থানার সাজানো পল্লী এলাকার বাসিন্দা। তাদের সাথে ছিল চারটি ল্যাগেজ। বিমানবন্দরের ভিতর জিনিস পত্রের তল্লাশির সময় তাদের সাথে থাকা একটি ল্যাগেজের মধ্যে একটি দেশি রিভলবার ও ৬ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ ওই দুই যাত্রীকে আটক করে। পরে তাদের তুলে দেওয়া হয় অন্ডাল থানার পুলিশের হাতে। অভিযুক্তদের থানায় নিয়ে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারনে, কি উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র কোথায় নিয়ে যাচ্ছিল বিষয়টি জিজ্ঞাসাবাদ এর পরেই জানা যাবে বলে থানার এক আধিকারিক জানান। যাত্রীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দর চত্বরে ছড়িয়েছে চাঞ্চল্য।