শিক্ষক দিবসে আরজি কর কান্ডের প্রতিবাদে দুর্গাপুরের পথে নামল শিক্ষককূল
আমার কথা, দুর্গাপুর, ৫ সেপ্টেম্বরঃ
গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল হাসপাতালে কর্মরত অবস্থায় রাতের বেলা খুন হয়েছিলেন এক তরুণী চিকিৎসক পড়ুয়া। নৃশংস এই খুনের ঘটনায় তলপাড় হয়ে যায় রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। ঘটনার সাথে জড়িত দোষীদের শাস্তির দাবিতে রোজই পথে নেমে আন্দোলন করছেন কেউ না কেউ। চিকিৎসক থেকে শুরু করে সাধারন মানুষ সকলে মিলে মিশে এই আন্দোলন সংগঠিত করছেন। এই ঘটনার তদন্তের ভার ইতিমধ্যেই রাজ্য পুলিশের হাত থেকে চলে গিয়েছে সিবিআইয়ের হাতে। কিন্তু এখনো সেভাবে তদন্তে গতি আসেনি বলে অভিযোগ তুলছেন বিচারপ্রার্থীরা। শিল্পাঞ্চল দুর্গাপুরেও প্রায় প্রতিদিনই আরজি কর কান্দের প্রতিবাদে সোচ্চার হচ্ছে বিভিন্ন মহল।
আজ বৃহস্পতিবার শিক্ষকদিবস। এই দিনে দুর্গাপুরের পথে নেমে তদন্তে দ্রুততা আনার দাবি জানালেন শিক্ষকরা। এদিন জাংসল মল থেকে একতি প্রতিবাদ মিছিল বের হয় যা এসে শেশ হয় চতুরঙ্গ ময়দানে। এই মিছিল সামিল হয়েছিলেন শহরের বিভিন্ন সরকারী বেসরকারী স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীরা।
শিক্ষিকা মিতা চৌধুরী বলেন, আরজি করের ঘটনার তদন্ত চলছে ঠিকই কিন্তু অনেক বেশি সময় লেগে যাচ্ছে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে। আমরা সাধারন মানুষ, আমাওরা এই ব্যাপারে অধৈর্য হয়ে পড়ছি। আমরা দ্রুত তদন্তের দাবিতে এদিন একতি শান্তিপূর্ণ মিছিল করি।
শিক্ষিকা দেবযানী বসু বলেন, শিক্ষক দিবসে আমাদের একটাই দাবি তলোত্তমার যারা দোষী তাঁরা শাস্তি পাক। আমরা চাই সঠিক এবং তাড়াতাড়ি বিচার।