তিলোত্তমার বিচার চেয়ে এবার পথে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষরা
আমার কথা, অন্ডাল, ৬ সেপ্টেম্বর:
আর জি কর হাসপাতালের ডাক্তার পড়ুয়া তিলত্তোমার নৃশংস হত্যাকান্ডের বিচার চেয়ে এবার পথে নামল বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষরা। শুক্রবার বিচারের দাবিতে খান্দরা গ্রামে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর ডাকে মিছিল হয়। সেই মিছিলে পথে নামেন প্রতিবন্ধীরা। বিকেল চারটের সময় মিছিলটি শুরু হয় খান্দরা প্রাইমারি ইন্সটিটিউশন স্কুল গেটের সামনে থেকে। নাগকাজোরা কোলিয়ারি, খান্দরা বাস স্ট্যান্ড ঘুরে একই জায়গায় ফিরে এসে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশ নিয়েছিল প্রায় ১৫০ জন প্রতিবন্ধী। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অনুপ সিনহা, সম্পাদক শান্তিরঞ্জন কাঞ্জিলাল সহ অন্যরা। অনুপ সিনহা বলেন তিলত্তোমার ঘটনা সমাজের সর্বস্তরের মানুষকে নাড়া দিয়েছে। তাই দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ বিচারের দাবিতে সামিল হয়েছে প্রতিবাদে। ব্যতিক্রম নয় প্রতিবন্ধীরাও। বিচারের দাবিতে তারাও পথে নেমেছে। একবার, দু’বার নয় বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে বলে জানান তিনি।