দুর্গাপুর থেকে সিলামপুর পর্যন্ত্য চালু হল সরকারী বাস পরিষেবা
আমার কথা, কাঁকসা, ৭ সেপ্টেম্বরঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো দুর্গাপুর থেকে সিলামপুর পর্যন্ত সরকারি বাস পরিষেবা। শনিবার বিকালে সবুজ ঝান্ডা দেখিয়ে বাসের যাত্রা শুরু করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন কাঁকসার বামনাবেরা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে বাস পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি
ভবানী ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ,নব সামন্ত,কুলদীপ সরকার , আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কনিকা বাগদী, উপপ্রধান নাসিম আলী মির সহ বিশিষ্টজনেরা।
কুলদীপ সরকার জানিয়েছেন বহু বছরের মানুষের আবেদন ছিল একটি যাত্রীবাহী বাস পরিষেবার। যে বাসটি দুর্গাপুর থেকে শুরু করে কাঁকসার আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের ধোবাঘাটা হয়ে কাঁকসার সিলামপুর পর্যন্ত যাবে। গ্রামের মধ্যে দিয়ে চলা এই বাস পরিষেবার শুরু হলে আগামী দিনে বহু মানুষের সুবিধা হবে যারা গ্রাম গঞ্জ থেকে কষ্ট করে পানাগড়ে বা দুর্গাপুরে যায়। তবে এই বাঁশ কাঁকসার দিলামপুর হয়ে পানাগড়ের রেলপাড় পর্যন্ত নিয়ে যাওয়া হবে বলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে কম সময়ের মধ্যে গ্রামের মানুষ তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন।