প্রকাশিত হল উর্বশীর দুর্গাপুজোর থিম সং “উমা এলো উর্বশীতে”
আমার কথা, দুর্গাপুর, ৯ সেপ্টেম্বরঃ
সাম্প্রতিককালে শহর দুর্গাপুরে যে কটি সার্বজনীন দুর্গাপুজা শহরবাসীর নজর কাড়ছে তার মধ্যে অন্যতম হল বেঙ্গল অম্বুজার উর্বশীর দুর্গাপুজো। এ বছর ২১ তম বছরে পদার্পণ করলো উর্বশী সার্বজনীন দুর্গাপুজো। প্রত বছরই এই পুজোয় প্রতিমা থেকে মন্ডপ সজ্জা কিংবা থিমে থাকে অভিনবত্ব। এবারেও তা ব্যাতিক্রম নয়। এবারের পুজোয় উর্বশীর থিম হল “এক টুকরো রাজস্থান”, অর্থাৎ রাজস্থানের পরিবেশকে উর্বশীর পুজো মন্ডপে প্রত্যক্ষ করতে পারবেন দর্শণার্থীরা। যেন মনে হবে দুর্গাপুরে নয় রাজস্থানেই চলে এসেছেন তাঁরা।
রবিবার উর্বশীর পুজোয় থিম সং “উমা এলো উর্বশীতে” প্রকাশিত হল সিটিসেন্টারের একটি বেসরকারী হোটেলে। সাংবাদিক বৈঠক করে সেখানে এই থিম সং প্রকাশ করেন পুজো উদ্যোক্তারা।
উর্বশী সর্বজীন দুর্গাপুজো কমিটির সভাপতি সন্দীপ দে জানান, “আমাদের এবারের পুজোর থিম হল এক টুকরো রাজস্থান। পুজোর পরিবেশে ঢুকলেই মনে হবে রাজস্থানে চলে এসেছেন। আর মন্ডপে প্রবেশ করলে মনে হবে রাজস্থানের কোনো প্যালেসে প্রবেশ করছেন। তবে রাজস্থানের কোনো নির্দিষ্ট প্যালেসকে আমরা তুলে ধরছি না। পুরো রাজস্থানের পরিবেশকে ছোট করে আমরা তুলে ধরার চেষ্টা করছি”।
উদ্যোক্তা সুপ্রিয়ো গাঙ্গুলী বলেন, “শুধু রাজস্থানের পরিবেশ নয় রাজস্থানের শিল্প সংস্কৃতি ঐতিহ্য সবই থাকবে আমাদের পুজো মন্ডপে।”