নিয়ম না মানায় টোটোর বিরুদ্ধে পদক্ষেপ, পাল্টা হরতাল টোটো চালকদের
আমার কথা, অন্ডাল, ৯ সেপ্টেম্বরঃ
অবৈধ টোটোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করল প্রশাসন। রেজিস্টেশন লাইসেন্স না থাকাই বাজেয়াপ্ত করা হচ্ছে টোটো। প্রশাসন পদক্ষেপ নিতেই রাস্তায় টোটো চলাচল এক ধাক্কায় কমেছে অনেকটা। কড়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা হরতাল টোটো চালকদের।
অবৈধ টোটোর দৌড়াত্ম আটকাতে মাস দুয়েক আগে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিল প্রশাসন। রাস্তায় টোটো চালাতে হলে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভারের লাইসেন্স বাধ্যতামূলক করা হয়। এছাড়াও প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট রুটের বাইরে টোটো চালানো যাবে না বলে সাফ ঘোষণা করেছে প্রশাসন। ৩১শে আগস্ট এর মধ্যে টোটোর রেজিস্ট্রেশন ও ড্রাইভারের লাইসেন্স করানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়কালে প্রশাসনের ঘোষণা মত অনেকেই রেজিস্ট্রেশন ও লাইসেন্স করিয়েছে। তবে সংখ্যা গরিষ্ঠ টোটোর রেজিস্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্স এখনো হয়নি বলেই খবর। নির্দিষ্ট সময়সীমার পরেও অনেকে অবৈধভাবে বিভিন্ন রূপে টোটো চালাচ্ছে বলে অভিযোগ। এবার নিয়ম ভঙ্গকারী টোটো চালকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ টোটোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে গত শুক্রবার থেকে। গাড়ির রেজিস্ট্রেশন ড্রাইভারের লাইসেন্স না থাকায় অন্ডাল থানার বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে প্রায় ২৪টি টোটো আটক করেছে পুলিশ। ধারাবাহিকভাবে অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান অন্ডাল ট্রাফিক গার্ড ওসি প্রবীর পাল। প্রশাসন কড়া পদক্ষেপ নেওয়া শুরু করতেই অনেকেই রাস্তায় টোটো চালানো বন্ধ করে দিয়েছে। সেই কারণে গত কয়েকদিনে বিভিন্ন রুটে প্রচুর সংখ্যক টোটো চলাচল কমেছে। গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের জন্য এককালীন মোটা টাকা লাগার কারণে অনেকে সমস্যায় পড়েছে। এই অবস্থায় টোটো নিয়ে বাইরে বের হলে টোটো বাজেয়াপ্ত হতে পারে এই আশঙ্কাতেই রাস্তায় টোটোর সংখ্যা কমেছে বলে যাত্রীদের ধারণা।
সোমবার প্রশাসনের কড়া পদক্ষেপের বিরুদ্ধে কাজোরা মোরে প্রায় দু’শো জন টোটো চালক হরতাল করে। চালক অখিলেশ সাউ, শেখ নাসিররা জানান টোটো চালিয়ে সংসার চালাই। গাড়ির রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স করাতে মোটার টাকার খরচ। অল্প সময়ের মধ্যে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। সময়সীমা আরো বাড়ানোর দাবি জানান তারা । টোটো চালকদের হরতালের ফলে এদিন বহু যাত্রী সমস্যায় পড়ে।