বন্দুকের জাল লাইসেন্স চক্রে ভিনরাজ্যের যোগ, দুর্গাপুরের পর এবার কুলটিতে গ্রেফতার ৫
আমার কথা, আসানসোল, ১১ সেপ্টেম্বর:
নকল লাইসেন্স নিয়ে বন্দুক ব্যবহার করে গানম্যানের কাজ করছিল বেশ কয়েকজন। দুর্গাপুরের কোকওভেন থানা এই ঘটনায় প্রথম সাফল্য পেলেও সেই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই বেরোলো চাঞ্চল্যকর তথ্য। আর এরপরেই কুলটি থানার পুলিশি অভিযানে কুলটির বিভিন্ন জায়গায় মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুলটি থানার পুলিশ। উদ্ধার হয়েছে পাঁচটি বন্দুক সহ বেশ কয়েকটি কার্তুজ। পুলিশের দাবি নকল লাইসেন্স নিয়েই এই ব্যক্তিরা গানম্যান এর কাজ করতো। বিহার থেকে এই বন্দুক আনা হতো এবং রিসিভার এর মাধ্যমে এই বন্দুক নিয়ে তা নকল লাইসেন্সের মাধ্যমে গান দেওয়া হতো। পুলিশ এই পুরো চক্র টি ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সন্দীপ কাররা।
ধৃতরা হল বিকি যাদব, শেখ রেফাই, প্রকাশ নোনিয়া, গোপাল কেসরি, জগনারায়ন সিং। ধৃতরা কুলটি থানার ধেমোমেন, কুলটি ও ঝাড়খন্ডের বাসিন্দা।
দুটি ডাবল ব্যারল বন্দুক, তিনটি সিঙ্গল ব্যারল বন্দুক ও ১২ রাউন্ড তাজা কার্তুজ।
অন্যদিকে কল্যাণেশ্বরীতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে একই সাথে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র এই ঘটনা নিয়েও এদিন আলোকপাত করেন ডিসি সন্দীপ কাররা। উদ্ধার হয় চুরি নকল লাইসেন্স নিয়ে বন্দুক ব্যবহার করে গানম্যানের কাজ করছিল বেশ কয়েকজন। দুর্গাপুরের কোকোভ্যান থানা এই ঘটনায় প্রথম সাফল্য পেলেও সেই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই বেরোলো চাঞ্চল্যকর তথ্য। আর এরপরেই কুলটি থানার পুলিশি অভিযানে কুলটির বিভিন্ন জায়গায় মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুলটি থানার পুলিশ। উদ্ধার হয়েছে পাঁচটি বন্দুক সহ বেশ কয়েকটি কার্তুজ। পুলিশের দাবি নকল লাইসেন্স নিয়েই এই ব্যক্তিরা গানম্যান এর কাজ করতো বিহার থেকে এই বন্দুক আনা হতো এবং রিসিভার এর মাধ্যমে এই বন্দুক নিয়ে তা নকল লাইসেন্সের মাধ্যমে গান দেওয়া হতো পুলিশ এই পুরো চক্র টি ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পশ্চিম) সন্দীপ কাররা।
ধৃত রা হল বিকি যাদব, শেখ রেফাই, প্রকাশ নোনিয়া, গোপাল কেসরি, জগনারায়ন সিং। ধৃতর কুলটি থানার ধেমোমেইন, কুলটি ও ঝাড়খন্ডের বাসিন্দা।
দুটি ডাবল ব্যারল বন্দুক, তিনটি সিঙ্গল ব্যারল বন্দুক ও ১২ রাউন্ড তাজা কার্তুজ।