নানা জেলার শিল্পীদের নিয়ে দুর্গাপুর হাটে শুরু হতে চলেছে “হস্তশিল্প মেলা”
আমার কথা, দুর্গাপুর, ১২ সেপ্টেম্বরঃ
সামনেই দুর্গাপুজো আর এই দুর্গাপুজো হল বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব। তাই এই উৎসবের একটি অঙ্গ হল নতুন বস্ত্র। যে যার সাধ্য মতো কম বেশি সকলেই নতুন পোশাক কেনেন। তবে শুধু বস্ত্র নয়, ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে নিজেকে সাজানোর অর্থাৎ নানা ধরনের গয়নাও কেনাকাটা করে আপামোর বাঙ্গালী। এই বিষয়টিকে মাথায় রেখে দুর্গাপুরের পলাশডিহায় দুর্গাপুর হাটে শুরু হতে চলেছে হস্তশিল্প মেলা। বস্ত্র মন্ত্রালয়ের সহযোগিতায় চাইল্ড সাপোর্ট এন্ড মি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল ১৩ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার এই মেলার শুভ উদ্বোধন হল। এই মেলাটি চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত্য অর্থাৎ দশদিনের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ সরকারী আধিকারিকগণ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৭০ জন শিল্পী তাঁদের হাতের কাজের পসরা নিয়ে আসবেন এই হস্তশিল্পমেলা। মেলাটি শুরু হবে বেলা ১২টা ৩০ থেকে আর চলবে রাত ৯টা পর্যন্ত্য। শিল্পীদের পসরার মধ্যে একদিকে যেমন থাকবে শাড়ি, পাঞ্জাবী থেকে শুরু করে নানারকমের বস্ত্র, তেমনি থাকবে নানা ধরনের গয়না, কাঠের আসবাব, পটচিত্র, হাতে আঁকা নানা জিনিসপত্র।
স্বরচ্ছাসেবী সংগঠন চাইন্ড সাপোর্ট এন্ড মি এর সম্পাদক বাচস্পতি চৌধুরী বলেন, “বিগত ২৬ বছর ধরে আমাদের এই সংগঠন সমাজে পিছিয়ে পড়া বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে। সমাজের নানা সংস্থা ও সরকারের সাহায্যে আমাদের এই সংগঠন শিশুদের জন্য শিশুদের নিয়ে নানা কর্মসূচীর উদ্যোগ নেয়। আমাদের সংগঠন এখনও পর্যন্ত্য প্রায় দশ হাজার হস্তশিল্পীর জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছে নানা উপায়ে।