থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে মূল রাস্তায় নামলো ধস, থমকে গেল যাতায়াত
আমার কথা, লাউদোহা, ১৪ সেপ্টেম্বরঃ
রাস্তার মাঝে ধসের কারণে ব্যাহত যান চলাচল। শনিবার ঘটনাটি ঘটেছে উখরা মাধাইগঞ্জ রোডের ফরিদপুর(লাউদোহা) থানা সংলগ্ন রাস্তাতে। দ্রুত মেরামতির কাজ শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ।
শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির কারণে শনিবার সকালে উখড়া মাধাইগঞ্জ রোডের দুর্গাপুর ফরিদপুর থানা যাওয়ার রাস্তায় ধস হয়। পিচ রাস্তারটির বাঁদিকে তৈরি হয় গর্ত। বিপদের আশঙ্কায় ওই রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে সকালের দিকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইপিএলের ঝাঁঝরা এরিয়ার আধিকারিকেরা। গর্তটি চারপাশ ঘিরে দেওয়া হয়। তারপর স্বাভাবিক হয় যান চলাচল । স্থানীয়রা জানান ইসিএল এর কোলিয়ারি থেকে কয়লা কাটার ফলে মাটির নিচ ফাঁকা অবস্থায় রয়েছে। সেই কারণেই ধ্বস নেমেছে বলে ধারণা তাদের । ধসের জায়গাটি মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানান স্থানীয়রা।