জাতীয় সড়কে রাস্তা সম্প্রসারণের কাজের মাঝে হঠাৎ দুর্ঘটনা! মৃত্যু দুজনের
আমার কথা, রানীগঞ্জ, ১৪ সেপ্টেম্বরঃ
রাস্তা সম্প্রসারণের জন্য বাড়ি ভাঙ্গতে গিয়ে বাড়ির একাংশ ধসে মৃত্যু হল দুই জনের। বেস কয়েকজন আরো চাপা পড়েছে বলে আশঙ্কা। মর্মান্তিক ঘটনাটি ঘতেছে রানীগঞ্জ থানার সাহেবগঞ্জ মোড় এলাকায়। ঘটনার জেরে বেশ চাঞ্চল্য ছরিয়েছে এলাকা জুড়ে।
রানীগঞ্জে সাহেবগঞ্জ মোড় এলাকায় ৬০ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সেই কারনে রাস্তা বাড়াতে ভাঙ্গা হচ্ছে বারিঘর। শনিবার তেমনই বাড়ি ভাঙ্গার কাজ চলছিল। ভাঙ্গা বারির লোহার রড নিতে যাওয়ার সময় আচমকাই বাড়ির একাংশধসে পরে আর সেই ভাঙ্গা অংশে চাপা পরে যান বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রানীগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের দাবি এদিন বেশ কয়েকজন সেখানে ভাঙ্গা বাড়ির লোহার টুকরো ও ইট কুড়োচ্ছিল, সেই সময় ভাঙা অংশ তাদের উপরে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা দাবি করেন যে দেওয়াল চাপা পড়ে দুই জনের মৃত্যু ঘটে, বেশ কয়েকজন সেখানে লোহা কুড়ানোর সময় সেখানে চাপা পড়ে থাকতে পারে। সমস্ত বিষয়টি নজর রাখছে পুলিশ প্রশাসন। দ্রুত উদ্ধারের জন্য নানান সামগ্রী আনার ব্যবস্থা করা হচ্ছে। মাটি কাটার জেসিবি মেশিন দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে বাড়ির ভাঙ্গাচোরার অংশ। জানা গেছে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারেই বাইপাস রোড নির্মাণের জন্য বেশ কিছুদিন ধরেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে তারই মধ্যে রাস্তা সম্প্রসারণের জন্য সেখানকার বাড়িঘর সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে সেই অংশেরই একটি বাড়ি ধসের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।