পুজোর আগে হাওড়া-গয়া নতুন বন্দে ভারত ট্রেন পেলো দুর্গাপুর আসানসোল
আমার কথা, দুর্গাপুর আসানসোল, ১৫ সেপ্টেম্বরঃ
সারা দেশের ৯টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নটি ট্রেন এর মধ্যে গয়া থেকে হাওড়া একটি বন্দেভারত ট্রেন দেওয়া হল যেটি আজ রবিবার প্রথমে দুর্গাপুর ও পরে আসানসোল স্টেশনে এলো। দুর্গাপুর স্টেশনে প্রথমে ট্রেনটিকে স্বাগত জানান রেলের আধিকারিকরা। সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, জেলা সভাপতি অভিজিৎ ব্ট্রেযানার্নজি সহ আরো অনেকে। পুজোর আগে এই ট্টিরেনটি পাওয়াতে অনেকেই উপকৃত হবে বলে মনে করছেন বিধায়ক। এদিন বিকেল ৪টে নাগাদ ৪নং প্ল্যাটফর্মে ট্রেনটি উপস্থিত হয়। এরপর ট্রেনটি রওনা দেয় আসানসোলের উদ্দেস্যে। সেখানে হাওড়া গয়া বন্দেভারত ট্রেনটিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ও রেলের আধিকারিকরা। এই ট্রেনটির সুবিধা পাবে শিল্পাঞ্চল সহ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মানুষেরা বলে মনে করা হচ্ছে।