মহিলাদের উদ্যোগে ঐতিহ্য বজায় রেখে ভাদু পুজোর আয়োজন
আমার কথা, মুনমুন দত্ত, অন্ডাল, ১৮ সেপ্টেম্বর:
অন্ডাল ব্লকের উখরা গ্রামের চ্যাটার্জি পাড়াতে মহিলাদের উদ্যোগে সারম্বরে আয়োজিত হল ভাদু পুজো। পুজোর আয়োজন করা হয়েছিল পাড়ার প্রাচীন দুর্গা মন্দির চত্বরে। মঙ্গলবার সন্ধ্যা বেলায় মন্দিরে গিয়ে দেখা যায় একদিকে চলছে গরম গরম লুচি ভাজা সহ ভোগের আয়োজন, অন্যদিকে সমস্বরে মহিলারা গাইছেন ভাদুর আরাধনার গান। মহিলারা জানান একসময় পাড়াতে খুব জাঁকজমক করে ভাদু পুজো হতো প্রতি বছর। পরবর্তী সময়ে একে একে পাড়ার মেয়েদের বিয়ে হওয়ার কারণে তারা শশুর বাড়ি চলে যায়। সেই কারণে পুজো বন্ধ হয়ে যায়। ৪৫ বছর আগে শেষ বার ভাদু পুজো হয়েছিল।
২০১৭ সালে ফের ভাদু পুজোর আয়োজন শুরু হয়। অর্চনা মিশ্র, বন্দনা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়রা জানান ছোটবেলায় পাড়ার মেয়েরা মিলে ভাদু পুজো করতাম পরে। বিয়ের পর একে একে সবাই শ্বশুরবাড়ি চলে যাওয়ার কারণে সেই পুজো বন্ধ হয়ে গিয়েছিল। ছোটবেলায় পুজো ঘিরে যে আনন্দ হতো সেই স্মৃতি জীবন্ত করে তুলতেই পুনরায় পূজোর আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় । ভাদু পুজোর আয়োজনের জন্য মেয়েদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে । পুজোতে কার কি দায়িত্ব কে কবে বাপের বাড়ি আসবে তা গ্রুপে আলোচনা করে ঠিক করে নেওয়া হয় । পুজো উপলক্ষে সবাই বাপের বাড়ি ফিরে আসে । তাই ভাদু পুজো পাড়ার মেয়েদের মিলনমেলার রুপনেই বলে বলে জানান তারা । পাড়ার বউ মেয়েরাও এখন ভাদু পুজোতে অংশ নিতে শুরু করেছে । হলে পুজো নিয়ে উৎসাহ বাড়ছে সবার মধ্যে । আগে পুজো হতো গোটা ভাদ্য মাস জুড়ে । এখন পুজো হয় এক দিনের । মঙ্গলবার ছিল ভাদুর জাগরণ । সেজন্য মঙ্গলবার রাতে পুজোর পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ।