পুজোর আগে পুড়ে গেল দুর্গাপুরে কাপড়ের দোকান
আমার কথা, দুর্গাপুর, ২০ সেপ্টেম্বর:
সাতসকালে দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড। ভোর পাঁচটা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে, প্রাত:ভ্রমণে বেরিয়ে প্রথম স্থানীয়রা দেখতে পান দোকানের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, এরপর তারা কোকওভেন থানায় খবর দেন, খবর দেওয়া হয় দমকল কর্মীদের।
অভিযোগ, ভোর সাড়ে পাঁচটাতে দমকলকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে দমকল কর্মীরা প্রায় ঘন্টা দেড়েক পর আসেন। এতে ভয়াবহতা আরো বাড়ে, দোকানের সামনের অংশের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দমকল দেরিতে আসার জন্য স্থানীয়রাই প্রথম আগুন নেভানোর কাজ শুরু করে নাহলে পরিস্তিতি আরো ভয়ঙ্কর হতে পারতো, কারণ আগুনের লেলিহান শিখার পাশের ইলেকট্রিক পোলে লেগে যেতে পারতো বলেও দাবি করে স্থানীয়রা। প্রায় আধ ঘন্টার চেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আসে।