দেবীর ‘অকালবোধন’, মাতৃপক্ষের আগেই শুরু মায়ের আরাধনা
আমার কথা, অন্ডাল, ২৫ সেপ্টেম্বর:
হাতে গোনা আর দিন কয়েক বাকি এরপরেই মর্ত্যে আগমন ঘটবে দেবী দুর্গার। মায়ের আগমনকে ঘিরে সাজো সাজো রব পড়ে গেছে চারুদিকে। মহালয়ার দিন থেকে পিতৃপক্ষের অবসান ঘটে শুরু হবে মাতৃপক্ষ। কিন্তু অন্ডালের উখরার পাঠকপাড়ায় এক ব্যাতিক্রমী চিত্র দেখা গেল মায়ের পুজোকে কেন্দ্র করে। মাতৃপক্ষ পড়ার আগেই এখানে মায়ের আরাধনা শুরু হয়ে গেল। মঙ্গলবার পাঠকপাড়ায় গিয়ে দেখা গেল মহিলা ঢাকিদের ঢাকের বাদ্যিতে পুকুর থেকে কলাবউ স্নান করিয়ে আনা হল। তারপরেই শুরু হল দেবী যোগমায়ার পুজো। তবে কোন ব্রাহ্মণ নয় পুজো করেন শূদ্ররাই।বাড়তি উৎসাহ অন্ডালের উখড়া পাঠকপাড়া। প্রতিবছর দুর্গাপুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে রুজি রুটির তাগিদে ছৌ শিল্পীরা আনন্দ উপহার দেন। কিন্তু তাঁরা উৎসবে সামিল হতে পারেন না। তাদেরও ইচ্ছা হয় দেবী দুর্গার আরাধনা করার। তাই ছৌ শিল্পীরা দুর্গাপুজোর আগেই অকাল দেবী বন্দনার আয়োজন করেন। চার দিন ধরে চলে পুজোপাঠ। শুধু ছৌ শিল্পীরাই নয় এই পুজোয় সমবেত হন এলাকার সমস্ত শ্রেণীর মানুষ। মহিলা ঢাকীদের ঢাকের লড়াই সহ চলে ছৌ নাচ সহ বিভিন্ন অনুষ্ঠান। উদ্যোক্তা অর্চিষ্মান পাল বলেন,”আমাদেরও দুর্গাপুজোয় আনন্দ করতে ইচ্ছা করে। কিন্তু পেশার তাগিদে মানুষকেই আনন্দ দিতে হয়। নিজেরা আনন্দ করতে পারিনা। তাই আমরা দুর্গাপুজোর আগের অষ্টমীতে দেবী যোগমায়ার পুজোর আয়োজন করি। দুর্গাপুজোর মতোই সমস্ত কিছুই করা হয়। পুজোয় কোন ব্রাহ্মণ পুজো করেন না পুজো করি আমিই। আমরা চরম করি।৭বছর ধরে চলে আসছে এই পুজো। শুধু আমরাই নয় এই পুজোয় অংশ নেয় জাতি ধর্ম নির্বিশেষে সকলেই। এভাবেই আমরা আনন্দ উপভোগ করি।”