ব্যতিক্রমী পঞ্চায়েত সদস্য, নিঃশব্দে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন পুজোর উপহার
আমার কথা, মুনমুন দত্ত, অন্ডাল, ১ অক্টোবরঃ
জনপ্রতিনিধিদের একাংশের প্রতি স্বজন-পোষণ দুর্নীতির অভিযোগ বহুদিনের। সাম্প্রতিক কালে এই প্রবণতা বেড়েছে বলে মত বিশ্লেষকদের একাংশের। আবাস যোজনা হোক বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাঠমানি নেওয়ার অভিযোগও নতুন নয় । তবে সব জনপ্রতিনিধি সমান নয়। ব্যতিক্রম থাকেন কেউ কেউ। যেমন অন্ডাল ব্লকের উখড়া গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর সংসদের তৃণমূল সদস্য কাজল ( কাজু ) পান্ডে। এবারই প্রথম বার তিনি গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছেন। এক সময় তিনি খনি সংস্থা ইসিএলে ঠিকাদার হিসেবে কাজ করতেন। বর্তমানে কাজল বাবু ইসিএলের স্থায়ী কর্মী। এলাকাতে তিনি সৎ,প্রতিবাদী পরোপকারী ও প্রচার বিমুখ হিসেবে পরিচিত। শারদ উৎসবের প্রাক্কালে প্রতিবছর রাজনৈতিক দল থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দুঃস্থদের উপহার দিতে বস্ত্রদান শিবির আয়োজিত হয় । এসব অনুষ্ঠানে প্রচারের বিষয়টি বেশি নজরে পড়ে। কিন্তু কাজল বাবু এ ব্যাপারেও ব্যতিক্রম। নিজের সংসদের প্রতিটি পরিবারের মহিলাদের তিনি শাড়ি উপহার দিচ্ছেন পুজো প্রাক্কালে কোনরকম প্রচার ছাড়াই। খোঁজ নিয়ে জানা যায় ১৭ নম্বর সংসদে ১৭৪ টি পরিবার রয়েছে। প্রতি পরিবারের মহিলাদের তিনি শান্তিপুরের হ্যান্ডলুম শাড়ি উপহার দিয়েছেন। পাড়ার ছেলেদের হাত দিয়ে নিঃশব্দে প্রতিটি পরিবারে সেই শাড়ি পাঠিয়ে দিয়েছেন তিনি । এরকম উপহার পেয়ে আশ্চর্যের পাশাপাশিখুশি সংসদের মহিলারা। এর পাশাপাশি কাজল বাবু পঞ্চায়েতের কয়েকজন মহিলা সদস্যকেও শাড়ি উপহার পাঠিয়েছেন।
৭ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্যা সঞ্চিতা মন্ডল বলেন কাজল বাবু আমার দাদার মতো। আপদে বিপদে সবসময় তাকে পাশে পাই। আরেক পঞ্চায়েত সদস্য নিশিথ সৌ মন্ডল বলেন কয়েক মাস আগে আমার হার্নিয়া অপারেশন হয়েছে। অপারেশনের খরচ কিভাবে জোগাড় করব সেই নিয়ে চিন্তায় ছিলাম। বিষয়টি কাজল বাবু জানা মাত্র তিনি স্বতঃস্ফূর্তভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার এই উপকার ভোলার নয়। কাজল বাবু সম্পর্কে স্থানীয় বাসিন্দারা জানান লকডাউনের সময় বন্ধুবান্ধবদের সাথে নিয়ে অসহায় মানুষজনকে দুবেলা রান্না করা খাবার তিনি পৌঁছে দিয়েছেন দীর্ঘদিন। এছাড়াও যে কোনো অপদ বিপদে কাজল বাবু সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিষয়টি নিয়ে প্রচার বিমুখ কাজল বাবুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন মানুষ তো মানুষের জন্য, তাই পাশে থাকার চেষ্টা করি মাত্র । এর বেশি কিছু নয় বলে জানান তিনি।