উৎসবে সবাইকে সামিল হওয়ার আহবান বিধায়কের
আমার কথা, লাউদোহা, ১ অক্টোবর:
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল “বসন পরো মা” বস্ত্রদান অনুষ্ঠান। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানটি হয় স্থানীয় চন্দ্রডাঙ্গা কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক, অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সহ অন্যরা। এদিনের অনুষ্ঠানে এলাকার তিন হাজার মহিলার হাতে পুজোর উপহার হিসাবে নতুন শাড়ি তুলে দেন বিধায়ক নরেন বাবু। তিনি বলেন কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি দেখতে দক্ষিণবঙ্গে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি বলেছিলেন পুজোর সময় মহিলাদের নতুন কাপড় উপহার দেওয়ার কথা। “বসন পরো মা” কর্মসূচিতে আমরা প্রতিবছরই মহিলাদের নতুন কাপড় উপহার দিই এ কথা শুনে তিনি খুশি হয়েছেন। বিধায়ক নরেন বাবু শারদীয়া উৎসবে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান। পুজোর সবার আনন্দে কাটুক এই কথা বলে তিনি সকলকে পূজার শুভেচ্ছা জানান।
তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন এলাকায় ২২ টি সংসদ রয়েছে। প্রতিটি সংসদের ১২৫ জন করে এদিন মোট তিন হাজার মহিলাকে শাড়ি উপহার দেওয়া হয়। অন্যদিকে এদিন সন্ধ্যেয় উখড়া পুলিশ আউট পোস্টের বিশ্বেশ্বরী কোলিয়ারি সর্বজনীন পুজো মণ্ডপে বস্ত্রদান করা হয়। ৩৬০ জন মহিলাকে শাড়ি উপহার দেওয়া হয় অনুষ্ঠানটির আয়োজন করে আনন্দমেলা চ্যারিটেবিল সোসাইটি নামে একটি সংস্থা। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উখড়া পুলিশ আউটপোস্টের আধিকারিক মইনুল হক সহ অন্যরা।