লাউদোহায় ঘরের তালা ভেঙ্গে চুরি, প্রতিবাদে পথ অবরোধ
আমার কথা, লাউদোহা, ৬ অক্টোবর:
ইসিএল কর্মীর বন্ধ বাড়িতে চুরি। এলাকায় চাঞ্চল্য।প্রতিবাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। লাউদোহা পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামের ঘটনা।
বালিজুড়ি গ্রামের বাসিন্দা ইসিএল কর্মী দীনেশ মুখার্জির বাড়িতে চুরির ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। গৃহকর্তী রানু মুখার্জি বলেন শনিবার ঘর তালা বন্ধ করে বোনের বাড়ি গিয়েছিলাম। রবিবার সকালে বাড়ি ফিরে দেখি বাড়ির সদর দরজার তালা ভাঙ্গা। ঘরের ভিতর আলমারি, ডিভান খাট, আসবাবপত্র ভাঙ্গা। ছড়ানো ছিটানো রয়েছে সমস্ত জিনিসপত্র। চুরি করতে এসে চোরেরা এই কাজ করেছে। অন্যান্য জিনিসপত্রের সাথে আলমারিতে থাকা নগদ ৫৫ হাজার টাকা ও সোনার অলংকারও চোরের দল গিয়েছে বলে দাবি করেন তিনি। চুরির ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাসিন্দাদের একাংশ এমআইসি মোড় থেকে মাধাইপুর যাওয়ার রাস্তা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ। পুলিশকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেয় বাসিন্দারা। সংবাদ মাধ্যমের একাংশের কাছে বাসিন্দারা জানান গ্রামে সাম্প্রতিককালে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ সব ঘটনার কিনারা করতে পারেনি। বেশ কিছুক্ষন অবরোধ চলার পর পুলিশের মধ্যস্থতায় তা উঠে যায়।