এবার অন্ডালে রেলকর্মীর বাড়িতে চুরি, পুজোর মধ্যে খনি এলাকায় বাড়ছে চুরির প্রবণতা
আমার কথা, অন্ডাল, ৮ অক্টোবর:
রেল কর্মীর তালা বন্ধ ঘরে ঘটলো চুরির ঘটনা। সোনার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার রামপ্রসাদপুর পঞ্চায়েতের নাজিরাবাদ এলাকাতে।
কয়েকদিনের ব্যবধানে দুর্গাপুর ফরিদপুর থানার বালিজুড়ি গ্রামের পর এবার তালা বন্ধ ঘরে চুরির ঘটনা ঘটলো অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের নাজিরাবাদ এলাকাতে। চুরি হয়েছে রেল কর্মী মোঃ শামীম আহমদ নামে এক ব্যক্তির বাড়িতে। মঙ্গলবার সকালে তিনি জানান সোমবার দুপুরে আত্মীয়র বিয়েতে যোগ দিতে সপরিবারে আসানসোল গিয়েছিলেন। ফিরে আসার কথা ছিল সন্ধ্যাবেলার মধ্যে। কিন্তু সময় মতো নির্দিষ্ট ট্রেন না পাওয়ার কারণে বাড়ি ফেরেন রাত্রি একটা নাগাদ। বাড়ি ফিরে দেখেন বাড়ির সদর দরজা ভিতর থেকে বন্ধ। কোনক্রমে ছাদের সিড়ি ঘরের দরজা দিয়ে বাড়িতে ঢুকে দেখেন আলমারি ভাঙ্গা। জিনিসপত্র ছড়ানো ছেটানো অবস্থাতে পড়ে রয়েছে ঘরের মধ্যে। নগদ পাঁচ হাজার টাকা ও বেশ কিছু সোনার অলংকার চুরি গেছে বলে দাবি করেন শামীম বাবু। সেই সাথে তিনি জানান গয়নাগুলি রাখা ছিল মেয়ের বিয়ের জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক।
উল্লেখ্য গত রবিবার দুর্গাপুর ফরিদপুর থানার বালিজুড়ি গ্রামে তালাবন্ধ এট খনি কর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। রবিবার ভোররাতে দুষ্কৃতির দল হানা দেয় ইসিএলের বন্ধ তিলাবনী কোলিয়ারির গোডাউনে। নিরাপত্তা রক্ষীদের একটি ঘরে আটকে রেখে লুটপাট চালায় তারা। পুজোর মুখে চুরির প্রবণতা বাড়ায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকাতে।