দুর্গাপুর থানায় পুজোর উদ্বোধন
আমার কথা, দুর্গাপুর, ৮ অক্টোবর:
বাঙ্গালীর সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রিয় উৎসব দুর্গাপুজা। আজ পঞ্চমী। দুর্গাপুর শহরের বেশির ভাগ পুজোরই উদ্বোধন হয়ে গেছে ইতিমধ্যেই। আজ উদ্বোধন হল দুর্গাপুর পুলিশ লাইনের পুজোটিও। এ বছর পুজোটি সপ্তম বর্ষে পদার্পণ করলো। থানা প্রাঙ্গণে এই পুজোর আয়োজন করেন পুলিশকর্মী ও তাদের পরিবারের সদস্যরা।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী, পান্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকগণ ও পুলিশকর্মীরা।
এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে ১৪ অক্টোবর দুর্গাপুরে যে বিসর্জনের কার্নিভাল হতে চলেছে আর তাতে কারা অংশ নেবে তা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হল। জানা গিয়েছে এবারে যে ১৪ টি পুজা কমিটি এই কার্নিভালে অংশ নেবে তারা হল
ফুলঝোড়,
বুদ্ধ বিহার,
নবারুণ,
ডুমুরতলা,
শঙ্কর পুর,
অগ্রণী,
পলাশডিহা,
এক্সপ্রেস নিউজ চ্যানেল,
মার্কনি দক্ষিণ পল্লী,
গুরু নানক,
উর্বশী,
চতুরঙ্গ ও
এডিসন মধ্য পল্লী।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশের গাইড ম্যাপ প্রকাশিত হল, এছাড়াও এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে দু:স্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানের সর্বশেষ চমক ছিল মন্ত্রীর জন্মদিন পালন। মন্ত্রী প্রদীপ মজুমদারের আজ জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান মঞ্চে কেক কাটা হয়।