কোলিয়ারীর গোডাউনে লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫ দুষ্কৃতি
আমার কথা, পান্ডবেশ্বর, ৯ অক্টোবর:
তিলাবনী কোলিয়ারির গোডাউনে যন্ত্রাংশ চুরি, লুটপাটের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করলো পুলিশ। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে বিচারকের এজলাসে পেশ করা হয় তাদের। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের ১০ দিনের হেফাজতের আবেদন জানাবে পুলিশ বলে সূত্রের খবর।
গত সোমবার রাত্রি ১ টা নাগাদ ইসিএলের বাঁকোলা এরিয়ার তিলাবনী কোলিয়ারির গোডাউনে হানা দেয় ২৫-৩০ জনের দুষ্কৃতির দল। কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের একটি ঘরে আটকে রেখে লুটপাট চালায় তারা। চুরি করে নিয়ে যাই গোডাউনে থাকা বিভিন্ন দামি যন্ত্রাংশ। সেদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । কর্মরত নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ শুরু করে দুষ্কৃতিদের খোঁজে তদন্ত। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গোলাম গোসিল আলম, শেখ মুজাফফর, শেখ নইমুল, শেখ তাজ মোহাম্মদ, শেখ মফিজুল নামে পাঁচ দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে বিচারকের এজলাসে। দুষ্কৃতী দলটির বাকি সদস্যদের সন্ধান পেতে ও চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধারের জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ১০ দিনের হেফাজতের আর্জি জানানো হবে বলে এক তদন্তকারী আধিকারিক জানান।