বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দুর্গা পুজো পরিক্রমা
আমার কথা, দুর্গাপুর, ১১ অক্টোবর:
সংবাদদাতা প্রণয় রায়
না ওরা কারো অনুকম্পা বা দয়া চান না। চান না কারো সহানুভূতি। ওরা শুধু চান সবার সহযোগিতা যাতে এই দুনিয়ায় ওরা সবার সাথে হাতে হাত মিলিয়ে মাথা তুলে দাঁড়াতে পারেন। সবার সাথে মিলেমিশে পেরিয়ে যেতে পারেন জীবনের যত বাধা-বিপত্তি। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর ইস্পাত কমিটি নিরন্তর ভাবে এদের সহায়তা করে চলেছ। শারদোৎসব উপলক্ষে দুর্গাপুজোর মহা সপ্তমীর সকালে দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জির ব্যবস্থাপনা ও সহযোগিতায় পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর ইস্পাত কমিটি পঞ্চান্নজন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য পুজো পরিক্রমার আয়োজন করেন।
সংস্থার বেনাচিতি স্থিত প্রান্তিকা কার্যালয় থেকে এই পুজো পরিক্রমার উদ্বোধন করেন দুর্গাপুর ইস্পাত কারখানার এজিএম ফিজিওথেরাপি শ্রী তপন বাদ্যকর।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক শ্রী গৌতম ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পুজো পরিক্রমা শেষে রিকল পার্কের এক আবাসনে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য মধ্যাহ্নভোজন ও বস্ত্র বিতরণের আয়োজন করেন শ্রীমতী আরতি মাহাতা ও পার্থ মাহাতা।