হাতি তাড়াতে গিয়ে প্রান গেল বনদপ্তর কর্মীর
আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ১৯জুলাইঃ
হাতি তাড়াতে গিয়ে হাতির হানাতেই প্রাণ গেল এক যুবকের। পাশাপাশি ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক ব্যাক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের গোহালডাঙ্গা এলাকায়। মৃত ওই যুবকের নাম কালো টুডু (২৬)। আহতের নাম সনাতন সরেন। দুজনের বাড়ি গোহালডাঙ্গা এলাকাতেই।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে গতকাল গোয়ালতোড়ের টাঙ্গাশোলের জঙ্গলে পনের হাতির একটি পাল আস্তানা গেড়েছিল। সেই হাতির পালটিকেই বনদপ্তরের নয়াবসত রেঞ্জের উদ্যোগে তাড়ানোর কাজ চলছিল। মৃত ও আহত দুজনেই হাতি তাড়ানোর দলে যুক্ত। হাতি তাড়ানোর সময় হঠাৎ করেই একটি হাতি তাদের তাড়া করে। সকলে ছুটে পালিয়ে গেলেও কালো টুডু ও সনাতন সরেন পালাতে পারেননি। প্রথমে সনাতনকে ধরে ছুঁড়ে ফেলে পরে কালকে ধরে শুঁড়ে প্যাঁচিয়ে মাটিতে ফেলে মাথায় পা দিয়ে আঘাত করে একটি হাতি। সনাতন কিছুটা দুরে ঝোপের মাঝে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু কালো টুডু ঘটনাস্থলেই মারা যায়। আহত সনাতনকে উদ্ধার করে গোয়ালতোড়ের কেওয়াকোল হাসপাতালে ভর্তি করা হয়েছে।