আবারও ধসে তলিয়ে গেল আস্ত পাতকুয়ো
আমার কথা, পান্ডবেশ্বর ২৭ অক্টোবর:
অন্ডালের মুকুন্দপুর এর পর এবার পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামে ধসে তলিয়ে গেল একটি কুয়ো। ঘটনাটি নিয়ে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। টানা বৃষ্টিপাতের কারণেই এমনটা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।
২৫-শে সেপ্টেম্বর অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাউরি পাড়াতে টানা বৃষ্টিপাতের পর ধসে তলিয়ে গিয়েছিল একটি আস্ত কুয়ো। তারও আগে হরিপুর গ্রামে ধসের কারনে পাতাল প্রবেশ ঘটেছিল মাছ সহ পুকুরের জল। রবিবার সাত সকালে ফের এরকমই একটি ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামের বড়থান পাড়াতে। ধ্সে পাতাল প্রবেশ ঘটলো অভিজিৎ রায় চৌধুরী নামে এক বাসিন্দার বাড়ির কুয়ো। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বাসিন্দারা জানান এর আগে কখনো গ্রামে ধস অথবা এরকম ঘটনা ঘটেনি। লাগাতার বৃষ্টি পাতের ফলে মাটি সরে যাওয়ার কারণে এমনটা ঘটে থাকতে পারে বলে ধারণা তাদের।