আবাস যোজনায় উপভোক্তাদের তালিকা সংশোধনের দাবি
আমার কথা, অন্ডাল, ২৮ অক্টোবরঃ
আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের নামের প্রকাশিত তালিকা সংশোধনের দাবী জানালো খান্দরা গ্রামের বাসিন্দাদের একাংশ। অন্ডাল বিডিও অফিসে এদিন তারা এই দাবি জানান বিডিওর কাছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বিডিও।
বেশ কয়েক বছর হল দুর্নীতির অভিযোগে রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। কেন্দ্র টাকা না দেওয়াই নিজস্ব তহবিল থেকে আবাস যোজনা প্লাস চালু করার কথা জানিয়েছে রাজ্য সরকার। প্রকৃত উপভোক্তারা যাতে আবাস যোজনায় বাড়ি পান সেই বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছে সরকার। গত শুক্রবার অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েতে উপভোক্তাদের একটি তালিকা প্রকাশ হয়। তালিকায় রয়েছে ৪৩৯ জন উপভোক্তার নাম। কিন্তু এই তালিকা নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ। তালিকা সংশোধনের দাবিতে সোমবার অন্ডাল বিডিও অফিসে বিক্ষোভ দেখায় খান্দরা পঞ্চায়েতের কয়েকজন সদস্য ও বাসিন্দাদের একাংশ। স্থানীয় বাসিন্দা অনিমা বাউরী, বিশু বাগদি সহ পঞ্চায়েত সদস্য শুভাশিস সিনহা, কবিতা বাড়ুইরা বলেন আবাস যোজনার যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় অনেক ভুল রয়েছে। এমন অনেকের নাম রয়েছে যারা আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছে। যাদের পাকা বাড়ি রয়েছে এরকমও অনেকের নাম প্রকাশিত তালিকায় রয়েছে । আবার অন্যদিকে প্রকৃত উপভোক্তাদের নাম নেই এই তালিকাতে। তাই প্রকাশিত তালিকা বাতিল করে প্রকৃত উপভোক্তাদের তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ বলে জানান তারা।
অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত বলেন এদিন কোন বিক্ষোভ হয়নি। কয়েকজন এসেছিলেন তারা আবাস যোজনা প্লাস প্রকল্পে প্রকাশিত নামের তালিকা নিয়ে অসন্তোষের কথা জানান। বিষয়টি লিখিত আকারে দেওয়ার জন্য তাদের বলেছি। বিভিন্ন ধাপে সরজমিনে তদন্ত করে যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে বলে জানান তিনি।