দুর্গাপুরে সরকারী স্কুলের শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
আমার কথা, দুর্গাপুর, ৫ নভেম্বর:
ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠলো সরকারী স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষককে স্কুলে ঢুকতে না দেওয়ার দাবিতে মঙ্গলবার স্কুল গেটের বাইরে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। ঘটনাটি বেনাচিতি সংলগ্ন নেতাজী নগর কলোনীর নেতাজি নগর কলোনী হাই স্কুলের ঘটনা।
দুর্গাপুরের নেতাজি নগর কলোনী হাই স্কুলে কর্মশিক্ষা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উঠলো ছাত্রীদের সাথে অশালীন ব্যবহারের অভিযোগ। অভিভাবকদের একাংশের অভিযোগ ওই শিক্ষক বিভিন্ন অজুহাতে ছাত্রীদের শরীরে ব্যাড টাচ্ করেন। মাস দুয়েক আগে ১০-১৫ জন অভিভাবক ঐ শিক্ষকের কীর্তির কথা জানিয়ে অভিযোগ জানান স্কুলের প্রধান শিক্ষক এর কাছে। ঘটনার পর থেকেই ঐ শিক্ষক স্কুলে আসা বন্ধ করে দেন। মঙ্গলবার ওই শিক্ষক স্কুলে আসবেন বলে খবর পান অভিভাবকেরা। এই খবর জানাজানি হতেই স্কুল গেটের সামনে জড়ো হন অভিভাবকদের একাংশ। তারা স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখান। বিক্ষোভের কারণে স্কুলের গেটের বাইরে দীর্ঘক্ষণ আটকে থাকেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা। তবে অভিযুক্ত শিক্ষক এদিনও স্কুলে আসেননি।
স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত সিনহা বলেন মাস দুয়েক আগে ১০-১৫ জন অভিভাবক কর্মশিক্ষা বিভাগের ঐ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেই অভিযোগ পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা শিক্ষা দফতরকে। ঐ শিক্ষককে শোকজ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক শারীরিক অসুস্থতার কারণে স্কুলে গড়হাজির রয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি জয়ন্ত বাবু বলেন বিষয়টি খুবই স্পর্শকাতর এবং স্কুলের পক্ষে লজ্জার। তবে এই বিষয়ে প্রধান শিক্ষক হিসেবে তার কিছু করার নেই। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী একমাত্র জেলা শিক্ষা দপ্তরের রয়েছে। সেখান থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে এখনো কোনো নির্দেশ আসেনি বলে জানান তিনি।
অভিভাবকরা জানান ওই শিক্ষক স্কুলে থাকলে ছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করবে। তাই শাস্তি সহ ওই শিক্ষকের বদলির দাবিতেই বিক্ষোভ বলে জানান তারা।