আচমকাই ট্রেন থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ার
আমার কথা, অন্ডাল, ৬ নভেম্বর:
ট্রেন থেকে পড়ে মৃত্যু হল বছর ৫৫ র এক মহিলার। বুধবার ৬:৫০ মিনিট নাগাদ পাণ্ডবেশ্বর রেলগেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান ওই সময় সিউড়ির থেকে অন্ডাল যাচ্ছিল ময়ুরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। পাণ্ডবেশ্বর রেলগেট ক্রসিংয়ের সামনে ট্রেন থেকে পড়ে যান ওই মহিলা। আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রেল পুলিশ দেহটি উদ্ধার করে অন্ডাল জিআরপিতে পাঠায়। ময়না তদন্তের জন্য সেখান থেকে মহিলার মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে পাণ্ডবেশ্বর স্টেশনের এক আধিকারিক জানান। মৃত মহিলার পরিচয় জানা যায়নি।