দুর্গাপুর হাটে জেলাস্তরের হস্তশিল্প প্রতিযোগিতা
আমার কথা, দুর্গাপুর, ৬ নভেম্বরঃ
দুর্গাপুরের পলাশডিহায় দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হলো রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি দপ্তরের উদ্যোগে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের ১২০জন হস্তশিল্পী অংশ নেন এই প্রতিযোগিতায়। কাঁথা স্টিচ শাড়ি, পাঞ্জাবি, চাদর সহ হাতের তৈরি বিভিন্ন মূর্তি ব্যাগ সহ নানান সামগ্রী। বুধবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নামবলাম এস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব ও মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন্নিতা মাইতি।
জেলাশাসক পন্নামবলাম এস বলেন,”রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুর হাটেও প্রতিনিয়ত নানান প্রতিযোগিতা হয়ে থাকে। শুধু পশ্চিম বর্ধমান জেলারই নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিতা অংশ নেন। দুর্গাপুর হাটের মেলায় দেশ-বিদেশের মানুষের আনাগোনা হয় শীতকালে। শীতকালে দুর্গাপুর হাটে মেলা শুরুর আগেই জেলার হস্ত শিল্পীদের নিয়ে এই প্রতিযোগিতা হস্তশিল্পীদের উৎসাহিত করবে বলে আমরা আশাবাদী।
জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি বলেন,”রাজ্য সরকার হস্তশিল্পীদের নানান ভাবে সহযোগিতা করছেন। তারা যাতে স্বনির্ভরতার মাধ্যমে এগিয়ে যেতে পারে সেজন্য বিভিন্ন সরকারি হাটে মেলার আয়োজন করছেন। সেই মেলায় হাতের তৈরি সামগ্রী বিক্রি করে লাভের মুখ দেখছে। তাদের উৎসাহিত করতে আয়োজন করা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা।”
এদিন প্রতিযোগতা শেষে চারটি বিভাগে ১ম ও ২য় স্থানাধিকারী তিনজন ও স্পেশাল বিভাগে প্রথম তিনজনকে পুরষ্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে হস্তশিল্পী মিতালি দাস বলেন,”দীর্ঘদিন ধরে আমি হস্তশিল্পের সাথে যুক্ত। এই প্রতিযোগিতাতেও অংশ নিতে পেরে খুবই খুশি।”