দুর্গাপুর থেকে হাইজ্যাক হওয়া ট্রাক উদ্ধার ভিন জেলা থেকে, গ্রেফতার ৩
আমার কথা, দুর্গাপুর, ৭ নভেম্বর:
শেষ রক্ষা আর হলো না, ট্রাক হাইজাক করতে গিয়ে পুলিশের জালে তিন দুষ্কৃতি। মোবাইল ট্র্যাকারের সূত্র ধরে ভিন জেলায় গিয়ে ট্রাক সমেত এক বেসরকারি সংস্থার সমস্ত জিনিস উদ্ধার করলো দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। গ্রেপ্তার জন।
উল্লেখ্য সেপ্টেম্বর মাসের ৯ তারিখ দুর্গাপুর থেকে একটি বেসরকারি কারখানার প্রায় ৫৪ লক্ষ টাকার জিনিস নিয়ে একটি ট্রাক উড়িষ্যার উদেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথ থেকে ঐ ট্রাক হাইজ্যাক হয়ে যায়, ট্রাক চালকের মোবাইলের সুইচ অফ হয়ে যাওয়াতে ট্রান্সপোর্টরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চালকের। প্রথমটা ট্রান্সপোর্টার ভেবেছিলেন পুজোর জন্য হয়তো মোবাইল সুইচ অফ চালকের। কিন্তু এরপর মোবাইল সুইচ অন না হওয়ায় কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ পূর্ব মেদিনীপুরের খড়্গপুর থেকে মোবাইল ট্রাকার ধরে ট্রাকের চালক এম ডি ফয়েজ, চালকের বন্ধু সোমনাথ ঝা, ও শেখ ইয়াশিন নামে একজন রিসিভারকে গ্রেপ্তার করলো। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এরা এই ৫৪ লক্ষ টাকার ঐ বেসরকারি কোম্পানির অর্ডারের জিনিস বিক্রি করে দিয়ে চম্পট দেওয়ার চেষ্টায় ছিল।
আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্ত জানান, ধৃতদের আগামীকাল দুর্গাপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ, ধৃতদের জেরা করে পুলিশ এই অপরাধ চক্রের মূল পান্ডা পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করছে। ট্রাক সমেত জিনিসপত্র উদ্ধার হওয়াতে স্বস্তি ঐ বেসরকারি সংস্থার কর্তাদের পাশাপাশি ঐ ট্রান্সপোর্টার।