গ্রেফতার দুর্গাপুরের প্রাক্তন পুরপিতা ও প্রাক্তন পুরমাতার স্বামী
আমার কথা, দুর্গাপুর, ২২ নভেম্বরঃ
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারীর পর নড়েচড়ে বসলো প্রশাসন আর তার জেরে গ্রেফতার হলেন দুর্গাপুরের এক প্রাক্তন পুরপিতা ও এক প্রাক্তন পুরমাতার স্বামী। ধৃতদের বিরুদ্ধে লোহার অবৈধ কারবারের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের আজ শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের তিনদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বৃহস্পতিবার পুলিশ আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবৈধ কয়লা, বালি পাচার নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। এইসব কাজেও নীচু তলার পুলিশ কর্মীদের একাংশের মদত রয়েছে বলে অভিযোগ । এদের কারণেই সরকারকে অস্বস্তিতে পড়তে হচ্ছে বলে বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্ম প্রকাশ করেন বলে খবর । যারা এই সকল অবৈধ কাজে মদত দিচ্ছে বা নিষ্ক্রিয় রয়েছে ব্যবস্থা নিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী । পুলিশের পাশাপাশি সিআইডি ও সিট, আন্টি করাপশন বিভাগকে ঢেলে সাজানোর ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমারকে নির্দেশ দেওয়া হয় । মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে এ ব্যাপারে ব্যবস্থা নিতে শুরু হয়ে যায় তৎপরতা । বৃহস্পতিবার রাতেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ বারাবনি থানার ওসিকে মনোরঞ্জন মন্ডলকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি এদিন দুর্গাপুরের প্রাক্তন পুরপিতা অরবিন্দ নন্দী ও ৪২নং ওয়ার্ডের প্রাক্তন পুরমাতার স্বামী তথা ৩নং ব্লকের সহ সভাপতি রিন্টু পাঁজাকে শুক্রবার ভোরে গ্রেফতার করে পুলিশ। রিন্টু পাঁজার বিরুদ্ধে লোহা চুরি ও অরবিন্দ নন্দীর বিরুদ্ধে বালি চুরির অভিযোগ রয়েছে। সকালে ধৃত দুইজনকেই দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের সিআইডি জেরা করতে পারে বলে জানা গিয়েছে। আজই তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে হয়।