সিঁদুলি কোলিয়ারিতে বন্ধ উৎপাদন, জানেন কারন কি?
আমার কথা, অন্ডাল, ২৭ নভেম্বরঃ
যান্ত্রিক ত্রুটির কারণে দু’দিন উৎপাদন বন্ধ রয়েছে কোলিয়ারিতে। যন্ত্র মেরামতির কাজ চলছে। সেটি ঠিক হওয়ার পরেই চালু হবে উৎপাদনের কাজ বলে সূত্রের খবর। কেন্দা এরিয়ার সিদুলি (জামবাদ) কোলিয়ারির ঘটনা।
ডুলি ওঠানামা যন্ত্র বিকল হওয়ার কারণে মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারির উৎপাদন কাজ। কোলিয়ারির শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক ডুলিতে করে খনির নিচে নামছিলেন। সেই সময় ডুলি উঠানামার যন্ত্রের বিয়ারিং ভেঙ্গে যন্ত্রটি বিকল হয়ে যায়। মাঝপথে আটকে পড়ে শ্রমিকেরা। পরে তাদের ম্যানুয়াল পদ্ধতিতে খনির নিচে নামানো হয়। ডুলি উঠানামার যন্ত্রের বিয়ারিং ভেঙ্গেই এই বিপত্তি বলে শ্রমিক সূত্রে খবর। সেটি মেরামতির জন্য ধানবাদ পাঠানো হয়েছে। যন্ত্র বিকল হওয়ার কারণে মঙ্গলবারের পর এদিন বুধবারও কোলিয়ারির উৎপাদনের কাজ বন্ধ রয়েছে। সময়ে যন্ত্রটির সংস্কারের কাজ না হওয়ার কারণেই এমন কাণ্ড ঘটেছে বলে অভিযোগ শ্রমিকদের। যদিও বিষয়টি নিয়ে কোনো কিছু বলতে চায়নি খনি কর্তৃপক্ষ।