অবৈধ ভাবে পাচারের সময় দুর্গাপুরে আটক কয়েক লক্ষ টাকার লোহা
আমার কথা, দুর্গাপুর, ২৭ নভেম্বরঃ
গোপন সুত্রে খবর পেয়ে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর আই টি আই মোড় থেকে মঙ্গলবার রাতে অবৈধ লোহা বোঝাই একটি পিকআপ ভ্যানকে আটক করে নিউটাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশ। সাথে আটক করা হয়েছে পিক আপ ভ্যানের চালক সহ আরো এক।
গত বৃহস্পতিবার নবান্নে একটি প্রশাসনিক বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বৃহস্পতিবার পুলিশ আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই বৈঠকে নীচু তলার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি । অবৈধ কয়লা, বালি, লোহা পাচার নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার । এইসব কাজেও নীচু তলার পুলিশ কর্মীদের একাংশের মদত রয়েছে বলে অভিযোগ । এদের কারণেই সরকারকে অস্বস্তিতে পড়তে হচ্ছে বলে বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্ম প্রকাশ করেন বলে খবর। যারা এই সকল অবৈধ কাজে মদত দিচ্ছে বা নিষ্ক্রিয় রয়েছে ব্যবস্থা নিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী । পুলিশের পাশাপাশি সিআইডি ও সিট, আন্টি করাপশন বিভাগকে ঢেলে সাজানোর ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমারকে নির্দেশ দেওয়া হয় । মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে এ ব্যাপারে ব্যবস্থা নিতে শুরু হয়ে যায় তৎপরতা। এই ততপরতা দেখা যাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটেও। যার ফল পাচারের সময় এই অবৈধ লোহা আটক।
জানা গিয়েছে, পুলিশ এই গাড়িটি থেকে বেশ কয়েক টন লোহার অ্যাঙ্গেল আটক করে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকার মতো। পিক আপ ভ্যান সহ গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে। তাদের মধ্যে একজনের নাম সাগর আকুড়ে এবং আর একজনের নাম এমডি রাজা খান। ধৃতরা সগর ভাঙ্গার কুসুম তলার বাসিন্দা বলে জানা গেছে। বিধাননগর ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে আজ দুর্গাপুর মহকুমা আদালতে আসামিদের তোলা হবে।