EXCLUSiVE: আগাছার জঙ্গল, পরিত্যক্ত পার্ক থেকে চুরি হয়ে গেছে শিশুদের খেলার সরঞ্জাম
আমার কথা, মুনমুন দত্ত, অন্ডাল, ১৩ ডিসেম্বর:
চারদিকে আগাছার জঙ্গল, চুরি হয়ে গেছে খেলার সরঞ্জাম। বর্তমানে এমন অবস্থা মদনপুর পঞ্চায়েতের বাবুইসোল শিশু উদ্যানের। একশ দিনের প্রকল্পের কাজ চালু হলে ফের সংস্কার করে পার্কটি পুনর্জীবিত করা হবে বলে জানালেন পঞ্চায়েত প্রধান।
২০১৭-১৮ অর্থ বর্ষে অন্ডাল ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের বাবুইসোল এলাকায় একশ দিনের প্রকল্পে তৈরি করা হয়েছিল একটি শিশু উদ্যান। এলাকার সৌন্দর্যায়ন ও শিশুদের মনোরঞ্জনের জন্যই পার্ক টি তৈরি করা হয়। বেশ কয়েক বিঘা জায়গা নিয়ে এই উদ্যানটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৫ লক্ষ টাকা। ছোটদের খেলার জন্য পার্কে বসানো হয়েছিল দুটি দোলনা সহ বেশ কিছু খেলার সরঞ্জাম, বিশ্রামের জন্য ছিল একটি সেড। সেটি তৈরীর সময় থেকে বেশ কিছুদিন বিকেল হলে অভিভাবকদের হাত ধরে পার্কে ভিড় জমাত শিশুরা। এতদিন সবকিছু ছিল ঠিকঠাক । এরপরে ঘটে ছন্দপতন । দেখাশোনার অভাব আর দীর্ঘদিন সংস্কারের কাজ না হওয়ায় পার্কের চার পাশ ভরে যায় আগাছা, জঙ্গলে। যার কারণে সেখানে বন্ধ হয়ে যায় শিশুদের আসা যাওয়া কোলাহল। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে পার্কের ভিতর বসানো দোলনা সহ লোহার বিভিন্ন খেলার সরঞ্জামে কুনজর পড়ে দুষ্কৃতিদের। সেগুলি চুরি হয়ে যায় একটার পর একটা সবগুলো। পার্কটির সীমানা ঘেরা ছিল লোহার পোল, লোহার তার দিয়ে। সেগুলিও খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রা চান সংস্কার করে পার্কটি পুনর্জীবিত করা হোক। বিষয়টি নিয়ে মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ দেওয়াসি বলেন শিশু উদ্যানটি তৈরি হয়েছিল ১০০ দিনের প্রকল্পে। কেন্দ্র টাকা না দেওয়ায় একশ দিনের প্রকল্প দীর্ঘ দু’বছর ধরে বন্ধ রয়েছে। প্রকল্পটি চালু হলে উদ্যানটি সংস্কার করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।