ধান কিনতে সরকারি শিবির
আমার কথা, লাউদোহা, ১৪ ডিসেম্বরঃ
ধান কিনতে শিবির করা হলো সরকারের পক্ষ থেকে। শনিবার শিবিরটি হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সরকারি সহায়ক মূল্যে কুইন্টাল প্রতি কৃষকরা ধানের দাম পান ২৩২০ টাকা করে। শিবিরে উপস্থিত জেলার ফুড এন্ড সাপ্লাই দপ্তরের এক আধিকারিক জানান এ দিনের শিবিরে আশা অনুরূপ সাড়া পাওয়া গেছে কৃষকদের কাছ থেকে। প্রয়োজনে আরও একদিন শিবির করা হবে বলে জানান তিনি। এই দিন ধান ক্রয় শিবির পরিদর্শন করেন পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন শিবির করে সরকার সরাসরি ধান কেনাই লাভবান হচ্ছে কৃষকরা। আগে এই ধরনের সুযোগ না থাকাই ফোঁড়েদের ফাঁদে পড়ে ন্যায্য মূল্য পেতো না তারা। শুধু সহায়ক মূল্যে ধান কেনায় নয় এখন সরকারের পক্ষ থেকে কৃষকদের উন্নত মানের বীজ সার সরবরাহ করা হয় । সে সব কারণে উপকৃত হচ্ছে কৃষকরা। ধান চাষে উৎসাহিত হচ্ছে এই প্রজন্ম। এদিন শিবির পরিদর্শন করেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) অর্ঘ্য মুখোপাধ্যায়।