চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করলেন বিধায়ক
আমার কথা, অন্ডাল, ১৬ ডিসেম্বর:
হরিপুর হাট সংলগ্ন খামখেয়ালী গোষ্ঠী ক্লাবের উদ্যোগে আয়োজিত হল চক্ষু পরীক্ষার শিবির। শিবিরটি হয় প্রয়াত শ্রমিক নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও চিকিৎসক স্বর্গীয় উমেশচন্দ্র পালের স্মৃতিতে। শিবিরটির উদ্বোধন করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশা মন্ডল, উপপ্রধান গোপীনাথ নাগ সহ অন্যরা। শিবিরে নাম নথিভূক্ত করেন প্রায় ২০০ জন। বলে জানান উদ্যোক্তারা চক্ষু পরীক্ষা ছাড়াও ছানি শনাক্ত করা হয় শিবিরে যাদের ছানি চিহ্নিত করা হয়েছে তাদের ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। অপারেশন হবে আগামী বুধ, শুক্র ও শনিবার।