‘বাংলার বাড়ি’ প্রকল্পে দুর্নীতি রুখতে পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি বিধায়কের
আমার কথা, পান্ডবেশ্বর, ১৮ ডিসেম্বরঃ
‘বাংলার বাড়ি’ নামে আবাস যোজনায় উপভোক্তাদের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। দুর্নীতি রুখতে সতর্ক রয়েছে প্রশাসন। এবার পঞ্চায়েত প্রধানদেরও একই বার্তা দিয়ে সতর্ক করলেন পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা কয়েক বছর ধরে আটকে রেখেছে কেন্দ্র সরকার। যদিও আর্থিক দুর্নীতির অভিযোগ মানতে রাজি নই রাজ্য সরকার। বকেয়া টাকা আদায় করতে বেশ কয়েকবার দিল্লিতে দরবারের পাশাপাশি আন্দোলনও করেছে তৃণমূল। কিন্তু বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে। কেন্দ্র কবে টাকা দেবে সেই আশায় বসে না থেকে বাংলা আবাস যোজনা নামে নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে উপভোক্তাদের একাউন্টে প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। প্রথম থেকেই লক্ষ্য রাখা হয়েছে যাতে সঠিক উপভোক্তারাই এই প্রকল্পের সুবিধা পাই সেই বিষয়টির উপর। প্রকল্পে স্বজন পোষণ কাট মানি দুর্নীতি রুখতে বিশেষ নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। বুধবার এই বিষয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ১২ টি গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন সকালে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত থেকে তিনি পরিদর্শন শুরু করেন, শেষ করেন পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতে। প্রতিটি পঞ্চায়েতে প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যদের নিয়ে তিনি বৈঠক করেন। আবাস যোজনা প্রকল্পে যাতে কোনরকম দুর্নীতি না হয় সেই বিষয়ে সকলকে নজর রাখার নির্দেশ দেন তিনি। দুর্নীতিতে কোন সরকারি আধিকারিকের নাম জড়ালে প্রশাসন যেমন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তেমনি প্রধান উপপ্রধান অথবা কোন সদস্যর বিরুদ্ধে অভিযোগ উঠলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সাফ জানান নরেন বাবু। পাশাপাশি তিনি বলেন গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের কাজ পরিদর্শন ও উন্নয়নের রুপরেখা তৈরি করতে “পঞ্চায়েত চলো” অভিযান কর্মসূচি নিয়েছে দল। প্রতিটি বিধানসভা এলাকায় দলীয় বিধায়করা পঞ্চায়েত এলাকা পরিদর্শন করবেন। উন্নয়নের কাজ খতিয়ে দেখার পাশাপাশি কোন এলাকায় কি কাজ প্রয়োজন তার রূপরেখা তৈরি করা হবে বলে জানান তিনি।