মেনগেট এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু তরুণীর, ভাঙচুর পুলিশ ক্যাম্পে
আমার কথা, দুর্গাপুর, ২১ ডিসেম্বরঃ
ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক তরুণীর মৃত্যু, আর এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে গেল দুর্গাপুর থনার অন্তর্গত মেনগেট এলাকায়। মৃতার নাম রতেন পারভিন(২৫)। প্রতিবাদে এলাকাবাসীরা পথ অবরোধ করে। পরে পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মেনগেট এলাকার বাসিন্দা পেশায় দর্জি মহঃ সাবির(৩৫) আজ শনিবার সকাল ১০টা ৪৫ নাগাদ বাইকে করে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। সাথে ছিলেন স্ত্রী রতেন পারভিন, মেয়ে আয়ের পারভিন(৪) ও ছেলে মহঃ সাবির(২)। নিউ স্টিল পার্ক এলাকায় আচমকাই ইট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। বাকি তিনজনকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রতেন পারভিনের স্বামী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু আয়ের পারভিনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়।
এদিকে, প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ ওই ট্রাক্টর চালকের থেকে টাকা চাইছিল। পুলিশের হাত থেকে বাঁচতে ট্রাক্টর চালক দ্রুতবেগে সেখানে ট্রাক্টর নিয়ে পালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। এরপরেই উত্তেজিত জনতা ঘটনাস্থলে পুলিশের যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেটি সহ ঘাতক ট্রাক্টরে ভাঙচুর চালায়। সাথে পথ অবরোধ করে। তাঁদের দাবি, ওই পথে বড় গাড়ি চলাচল বন্ধ করতে হবে সাথে যে মহিলা মারা গিয়েছে তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে ঘটনার পরেই পালিয়ে যায় ট্রাক্টর চালক।
প্রসঙ্গতঃ চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ২০ তারিখে একই ভাবে পুলিশের হাত থেকে বাঁচতে ভয়ে একটি ট্রাক্টর পালাতে গিয়ে ধাক্কা মারে দুর্গাপুর ইস্পাত কারখানার এক কর্মীকে। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল সঞ্জয় চক্রবর্তী (৫৫) নামে দুর্গাপুর স্টিল প্লান্টের গ্যারাজ বিভাগের ওই কর্মীর। সেই সময়ও একই অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ ডিএসপির তৈরি লিঙ্ক রোড স্থানীয় বাসিন্দারা ব্যবহার করলেও তাতে ভারী যান চলাচল নিষিদ্ধ। অভিযোগ, টাউনশিপের আশপাশের এলাকায় যাতায়াতের জন্য টাকা নিয়ে এই রাস্তায় ভারী গাড়ি ঢুকিয়ে দেয় পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটে পর্যন্ত কর্মীদের প্লান্টে যাতায়াতের সময়ে পুলিশ ভারী গাড়িগুলিকে রাস্তার ধারে সার দিয়ে দাঁড় করিয়ে রাখে।