কুয়াশার মধ্যে রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার
আমার কথা, অন্ডাল, ২২ ডিসেম্বরঃ
ঘন কুয়াশার কারনে দৃশ্যমানের সমস্যার জেরে রেল লাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে অন্ডালের সিঁদুলি স্টেশনের কাছে। মৃতার নাম পরিচয় জানা যায়নি।
রবিবার ভোর থেকেই চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল। একদিকে জাঁকিয়ে যেমন শীত পড়েছে তেমনি সকাল থেকেই কুয়াশায় দৃশ্যমানের সমস্যা দেখা দিয়েছিল খনি অঞ্চলে। কুয়াশার ঘনত্ব এত বেশূঈ ছিল ছিল এক হাত দুরত্বের কিছু দেখা যাচ্ছিল না। এই অবস্থায় ঘন কুয়াশার মধ্যেই ওই বৃদ্ধা লাইন পারাপার করতে গেছিলেন। তখন একটি মালগাড়ি এসে ধাক্কা মারে ওই বৃদ্ধাকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিঁদুলি স্টেশনে নেই কোনো ওভার ব্রিজ। সেই কারনে মানুষজনকে রেল লাইন পায়ে হেঁটে পার করতে হয়। ওই বৃদ্ধাও এদিন পায়ে হেঁটে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাচ্ছিলেন সম্ভবতঃ, আর তখনই মালগাড়িতে ধাক্কা মারে অজ্ঞাতপরিচয়হীন বৃদ্ধাকে। ঘটনাস্থলে আর পি এফ পৌছে মৃতদেহ উদ্ধার করে।