আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সিটিসেন্টারে তৃণমূলের ধীক্কার মিছিল
আমার কথা, দুর্গাপুর, ২৩ ডিসেম্বরঃ
সংসদে দাঁড়িয়ে সংবিধানের প্রতিষ্ঠাতা ডাক্তার বি.আর আম্বেদকরকে অপমান করার অভিযোগ উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। তারই প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী দলগুলি নেমেছে প্রতিবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে সোমবার সারা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল। সেই মতোই দুর্গাপুরের সিটি সেন্টার জুড়ে প্রতিবাদ মিছিলে জেলা তৃণমূল নেতৃত্ব। প্রতিবাদ মিছিলে পা মেলান জেলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ তৃণমূলের কর্মী সমর্থকরা।
২নং ব্লকের তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,”আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাস্তায় নেমেছি। সংবিধানের প্রতিষ্ঠাতা ড. ভিমরাও আম্বেদকরকে কেন এভাবে অপমান করেছে রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার জবাব দিতে হবে। যতদিন না পর্যন্ত ক্ষমা চাইছে স্বরাষ্ট্রমন্ত্রী ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব।”