সিধু কানু স্টেডিয়ামে শেষ হল ৩৭তম জাতীয় দাবা প্রতিযোগীতা
আমার কথা, দুর্গাপুর, ২৩ ডিসেম্বরঃ
শেষ হল দুর্গাপুরে আয়োজিত ৩৭তম জাতীয় স্তরের অনুর্ধ্ব-১৩ দাবা চ্যাম্পিয়নশিপ।সারা বাংলা দাবা সংস্থা, পশ্চিম বর্ধমান দাবা সংস্থা, সেইল ও অল স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৭ ডিসেম্বর থেকে দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে এই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের শেষে অনুর্ধ্ব-১৩ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী কিশোর ও কিশোরী এই দুই পক্ষ থেকে মোড় ৪০ জনকে বেছে নেওয়া হয়।
মেয়েদের মধ্যে প্রথম স্থান পায় তেলেঙ্গানার সারণ্যাদেবী নরহরি, দ্বিতীয় স্থান অধিকার করে তামিলনাড়ুর নিবেদিতা ভি সি, তৃতীয় স্থান পায় মহারাষ্ট্রের নিহীরা কল।
পাশাপাশি ছেলেদের মধ্যে প্রথম হয় বিহারের রেয়ান মহঃ, দ্বিতীয় স্থান পায় মহারাষ্ট্রের শ্রেলা প্রথমেশ এবং তৃতীয় স্থান অধিকার করে তামিলনাড়ুর প্রণব সাইরাম আর এস।
প্রসঙ্গতঃ এই দাবা প্রতিযোগিতার পুরস্কার মূল্য ছিল মোট ৮ লক্ষ টাকা । চারশোর বেশি দাবা খেলোয়াড় এই ৩৭ তম জাতীয় অনূর্ধ্ব ১৩ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। দাবা প্রতিযোগিতার আয়োজন করতে আনুমানিক খরচ পরে ২০ থেকে ২৫ লক্ষ টাকা । এই দাবা চ্যাম্পিয়নশিপের লক্ষ্য প্রতি বছর বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ এবং এশিয়া দাবা চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করার জন্য , শীর্ষস্থানীয় খেলোয়ারদের নির্বাচন করা। এটি বিশ্ব অনূর্ধ্ব ১৩ দাবা চ্যাম্পিয়নশিপের পাশাপাশি এশিয়া দাবা চ্যাম্পিয়নশিপের জন্য একটি নির্বাচনী টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ২৮ টি রাজ্যের দাবা খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। প্রতিযোগীতার চূড়ান্ত দিনে উপস্থিত ছিলেন, ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, টুর্নামেন্টের কার্যকরী কমিটির সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই প্রতিযোগীতার মূল লক্ষ্য দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তোলা এবং দাবা খেলার প্রতি প্রত্যেকের আকর্ষণ তৈরি করা।