হাসপাতালে শৌচাগারে রেলকর্মীর ঝুলন্ত দেহ, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
আমার কথা, অন্ডাল, ২৪ ডিসেম্বর:
রেল হাসপাতাল থেকে উদ্ধার হল রেল কর্মীর মৃতদেহ। শৌচাগারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ওই রেল কর্মী বলে খবর। কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের কারণে স্বামী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ মৃত কর্মীর স্ত্রীর।
মঙ্গলবার সকালে অন্ডাল রেল হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হয় রেল কর্মী মৃত্যুঞ্জয় মাঝির (৪৬) ঝুলন্ত মৃতদেহ। রেলের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের পোস্ট ট্র্যাক মেইন্টেন্স বিভাগের কর্মী ছিলেন তিনি। মানসিক অবসাদ ও শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ধরে অন্ডাল রেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিন সকালে হাসপাতালে বাথরুমে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়তে হাসপাতালে ভিড় জমান মৃত কর্মীর পরিবার ও সহকর্মীরা। শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভের জোরে হাসপাতাল চত্বরে ছড়ায় উত্তেজনা। মৃত মৃত্যুঞ্জয় বাবুর স্ত্রী অর্পিতা মাঝি বলেন রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বামীর উপর বিভিন্ন ভাবে স্বামীর উপর মানসিক নির্যাতন করতো। যখন তখন তাকে বদলি করা হতো। এইসব কারণে স্বামী মানসিক অবসাদে ভুগছিল। সহকর্মীরাও একই অভিযোগের সরব হন। এই ভিড়ে হাসপাতাল চত্বরে এখনো রয়েছে উত্তেজনা।