‘দ্য মিশন হসপিটাল’-এ চালু হল প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন ক্লিনিক
আমার কথা, দুর্গাপুর, ২৫ ডিসেম্বর:
আফ্রিকা, আন্টার্টিকা সহ বেশ কয়েকটি দেশ আছে যেখানে যেতে গেলে আগে নিতে হয় ভ্যাকসিন। সেই ভ্যাকসিন পেতে হিমশিম খেতে হতো রাজ্যের মানুষকে। এবার অতি সহজেই সেই ভ্যাকসিন মিলবে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল ‘দ্য মিশন হসপিটাল’- এ। কেউ সংক্রমণের কবলে পড়লে তাদেরও ভ্যাকসিন মিলবে এক ছাদের তলায়।
মঙ্গলবার দুপুরে রাজ্যে প্রথম প্রাপ্তবয়স্ক ভ্যাকসিন ক্লিনিকের উদ্বোধন হলো দুর্গাপুরের বিধাননগরের ওই বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে।
হাসপাতালের চেয়ারম্যান ডা. সত্যজিৎ বসু বলেন,”এবার এই হাসপাতালের প্রাপ্তবয়স্ক ভ্যাকসিন ক্লিনিকে এই সুবিধা পাওয়া যাবে। রাজ্যে এই পরিসরে কোথাও এরকম ভ্যাকসিন ক্লিনিক ছিল না। এই প্রথম এক ছাদের তলায় এতগুলো ভ্যাকসিন পাওয়া যাবে। চরম উপকৃত হবে সারা রাজ্যের মানুষ।