ভবিষ্যত প্রজন্মকে সুস্থ জীবন দিতে দুর্গাপুরে ‘পরিবেশ বান্ধব’ দৌড় প্রতিযোগিতার আয়োজন
আমার কথা, দুর্গাপুর, ১০ জানুয়ারীঃ
সরকারী উদ্যোগে ঢেলে সাজানো হচ্ছে শিল্পাঞ্চল দুর্গাপুর। শহরবাসীর প্রয়োজনে শহরের প্রানকেন্দ্র সিটিসেন্টারে রাস্তা চওড়ার কাজ শুরু হয়েছে আর তার জন্য এই চত্বরে কেটে ফেলা প্রচুর বড় বড় গাছ। এদিকে দুষণের দিক থেকে ইতিমধ্যেই একবার রেকর্ড মাত্রা ছুঁয়েছে শহর দুর্গাপুর। এমনকি আগামীদিনে দূষণের মাত্রায় এই শহর দিল্লির রেকর্ড ভেঙে দিতে পারে আশঙ্কা পরিবেশবিদদের। একমাত্র প্রচুর পরিমানে বৃক্ষরোপন পারে এই শহরকে দূষণের মারাত্মক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে। এবার সেই লক্ষ্যেই বিশেষ পদক্ষেপ দুর্গাপুরের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান ডিএসএমএস গ্রুপ। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের প্রয়োজনীতা তুলে ধরতে সাথে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জীবন গড়ার প্রত্যয়ে আয়োজিত হতে চলেছে ডি এস এম এস ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শীতের সকালে পরিবেশ বান্ধব রোড রান হতে চলেছে দুর্গাপুরে আগামী ২৫ শে জানুয়ারি। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এসোসিয়েশন এবং দুর্গাপুর রেফারি এসোসিয়েশনের সহযোগিতায় এর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। “পলিউশন ফ্রি সলিউশন ট্রি” বার্তা নিয়ে ২৫শে জানুয়ারী সকাল সাড়ে সাতটায় কলেজ ক্যাম্পাস থেকে এই দৌড় শুরু হবে। বিধাননগরের বিস্তীর্ণ অঞ্চল, আড়া সহ মোট ১০ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি মহিলা প্রতিযোগীরাও অংশগ্রহণ করবেন। ডিএসএমএস কলেজ ক্যাম্পাসেই এই ম্যারাথন দৌড়ের শুরু এবং সমাপ্তি স্থান ঘোষিত হয়েছে, এই বছর এই ম্যারাথন দৌড় তৃতীয় বর্ষের পদার্পণ করতে চলেছে। ম্যারাথনের সফল প্রতিযোগীদের জন্য মোট ২ লক্ষ টাকার নগদ পুরস্কার রাখা হয়েছে। একইসঙ্গে এই দৌড়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রত্যেককেই মেডেল শংসাপত্র ও টি-শার্ট দেওয়া হবে বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়। ডিএসএমএস কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সম্মেলনে দুর্গাপুরের অতিমাত্রায় দূষণ নিয়ে চিন্তা ব্যক্ত করেন ডিএসএমএস গ্রুপের শিউলি মুখোপাধ্যায়, ডঃ মৌমিতা কর, এই কর্মসূচির সহযোগী সংস্থার কর্তাব্যক্তিরা।