ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা! কোনোক্রমে প্রাণে বাঁচলেন দুর্গাপুরের যুবক
আমার কথা, দুর্গাপুর, ১৫ জানুয়ারীঃ
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হলো এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে কাঁকসার গোপালপুরে বামুনারা শিল্পতালুকে। জানা গিয়েছে দুর্গাপুরের বেনাচিতির ধুনরা প্লটের বাসিন্দা সোমনাথ গড়াই নামের এক বাইক আরোহী শিল্প তালুকের রাস্তা ধরে বাইকে করে বাঁশকোপার দিকে যাওয়ার সময় একটি ট্রেলারকে অতিক্রম করার সময় রাস্তা খারাপ থাকায় ট্রেলারের উপরে থাকা লোহার ভারী যন্ত্রাংশ তার উপর পড়ে যায়। ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ ধরে সে চাপা পড়ে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ রয়েছে। রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। রাস্তা খারাপ থাকার কারণে নিত্যদিন দুর্ঘটনার স্বীকার হচ্ছেন এলাকার মানুষ।
যদিও এই বিষয়ে তৃণমূলের নেতা বিকাশ রায় জানিয়েছেন রাস্তা নির্মাণের ঘোষণা হয়ে গেছে।এই বিষয়ে শিল্প তালুকের ইউনিয়নের পক্ষ থেকে ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার কথা বলা হবে। যদিও এই বিষয়ে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মার অভিযোগ,রাজ্যের সর্বস্তরে রাস্তা খারাপ।কাটমানির জন্যই রাস্তা মেরামতের জন্য ঠিকাদাররা কাজ করতে আসছে না। আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।