ইটভাটা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কয়লা
আমার কথা অন্ডাল, ১৬ জানুয়ারীঃ
অন্ডাল থানার বনবহাল ফাঁড়ি এলাকায় একটি ইটভাটা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কয়লা। ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ বাহিনীর তল্লাশিতে এই কয়লা উদ্ধার হয়।
অন্ডাল থানার বনবহাল এলাকায় একটি ইটভাটা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ কয়লা। বনবহাল এলাকায় রাস্তার পাশে ওই ইট ভাটার ভিতর বিপুল পরিমাণ বেআইনি কয়লা মজুদ রয়েছে বলে গোপন সূত্রে খবর পাই সিআইএসএফ। মঙ্গল ও বুধবার পর পর দুদিন ওই ভাটাতে অভিযান চালায় সিআইএসএফ। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৩৫১ টন কয়লা। উদ্ধার হওয়া কয়লা বাজেয়াপ্ত করে ইসিএলের একটি কোলিয়ারির সাইডিংএ জমা করে সিআইএসএফ। ভাটার ভেতর থেকে বিপুল পরিমাণ কয়লা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। পাচার করার উদ্দেশ্যেই ওই কয়লা মজুদ করা হয়েছিল বলে সিআইএসএফের এক আধিকারিক জানান। এই বিষয়ে বনবহাল ফাঁড়ির পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া কয়লা বেআইনি প্রমাণ হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানান তিনি। প্রতিক্রিয়ার জন্য ঐ ইট ভাটার এক মালিককে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী বৃহস্পতিবার বলেন সিআইএসএফের অভিযানে বিপুল পরিমাণ কয়লা উদ্ধার হওয়ার ঘটনায় প্রমাণ হয় এলাকায় এখনো কয়লার অবৈধ করবার চলছে। যে ভাটা থেকে কয়লা উদ্ধার হয়েছে সেই ভাটার মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। তবে এটাই প্রথম নয়, করোনা কালে লকডাউনের সময় দুর্গাপুর ফরিদপুর থানার সরপী মোড়ের কাছে একটি কারখানা থেকেও বিপুল পরিমাণ অবৈধ কয়লা উদ্ধার হয়েছিল।