দুর্গাপুরে সাংবাদিকের বাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলো পরিবার
আমার কথা, দুর্গাপুর, ২১ জানুয়ারীঃ
এক সাংবাদিকদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের সগরভাঙ্গা এলাকায়। পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে বলে ওই সাংবাদিক ও তাঁর পরিবারের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
দুর্গাপুরের একটি স্থানীয় সংবাদপত্রের সম্পাদক অনুরাধা সেনগুপ্ত তথা দুর্গাপুর এডিটরস গিল্ডের সদস্যা ও তাঁর স্বামী রাজেশ সেনগুপ্ত পেশায় সাংবাদিক, যিনি একটি বেসরকারি বৈদ্যুতিন চ্যানেলে কর্মরত কে/৫৫ সগড়ভাঙায় বসবাস করেন। বাড়িতে থাকেন এই সাংবাদিক দম্পতির এক মেয়ে ও বৃদ্ধা বাবা মা। সোমবার রাত ১১.৩০ টা নাগাদ যখন স্বপরিবারে ঘুমিয়ে ছিলেন তখন ওনার প্রতিবেশি সেনগুপ্ত পরিবারকে ডেকে তোলেন ও জানান তাঁদের বাড়িতে আগুন লেগেছে। বিষয়টি জানতে পেরে তাঁরা ঘরের বাইরে বেরিয়ে দেখেন রান্নাঘরের বাইরে জলের পাইপলাইনে দাউ দাউ করে আগুন জ্বলছে। নিজেরাই তখন চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। এরপর তাঁদের নজরে আসে যে জলের পাইপলাইনে কাপড় পেঁচানো ও তাতে তরল দাহ্য পদার্থ(কেরোসিন তেল) দেওয়া হয়েছে। মঙ্গলবার কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়।
রাজেশ সেনগুপ্ত জানান “অনেক বড় বিপদের হাত থেকে আমরা পুরো পরিবার বেঁচে ফিরেছি। রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার রয়েছে। কোনোভাবে যদি তাতে আগুন ধরে যেতো তাহলে হয়ত অনেক বড় বিপদ ঘটে যেতো। ”
অনুরাধা সেনগুপ্তের অভিযোগ, “পরিকল্পনা মাফিক এই অগ্নি সংযোগ করা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কে বা কারা এই আগুন লাগিয়েছে তা আমরা জানি না। পুলিশ তদন্ত করে অপরাধীদের নাম সামনে আনুক।