দিদির বাড়ি বেড়াতে গিয়ে আত্মঘাতী ভাই
আমার কথা, কাঁকসা, ৪ ফেব্রুয়ারীঃ
দিদির বাড়ি বেড়াতে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন ভাই। ঘটনাটি ঘটেছে কাঁকসার গোপালপুরে।ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার দুপুর ১টা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় কাঁকসা থানার পুলিশ। মৃত ব্যক্তির জামাইবাবু সীতারাম শর্মা জানিয়েছেন,মৃত ব্যক্তি তার সম্পর্কে শ্যালক হয়। ৪৭ বছর বয়সী রাজেশ শাহ গত কয়েকদিন আগে তার গোপালপুরের বাড়িতে বেড়াতে এসেছিলো। তাকে যে ঘরের ভিতরে থাকতে দেওয়া হয়েছিল। আজ সকালে সেই ঘরের ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।কি কারণে মৃত্যু তার সঠিক কারণ জানা যায় নি।মৃত ব্যক্তি উত্তর প্রদেশের বাসিন্দা।তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।