BREAKING: সরস্বতী পুজোয় ছোটদের অনুষ্ঠান ঘিরে ঝামেলা, ছুরির আঘাতে আহত চার
আমার কথা, অন্ডাল, ৫ ফেব্রুয়ারী:
সরস্বতী পূজোয় ছোটদের অনুষ্ঠান ঘিরে ঝামেলা। ছুরির আঘাতে আহত চার। আটক দুই অভিযুক্ত। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে অন্ডাল থানার নব কাজোরা কুড়মিপাড়া এলাকায়।
মঙ্গলবার রাতে সরস্বতী পুজো উপলক্ষে নব কাজোরা কুড়মি পাড়ায় আয়োজন করা হয়েছিল ছোটদের খেলার বিভিন্ন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অতিথি কে হবে তা নিয়ে শুরু হয় বচসা, মারপিট। ধারালো অস্ত্র নিয়ে চলে আক্রমণ। ঘটনায় ছুরিকাঘাতে আহত হন চার ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায় কুড়মি পাড়ার সরস্বতী পূজোয় ছোটদের প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন রাজকুমার নামে এক ব্যক্তি। মূলত তাকে কেন্দ্র করেই হয় ঝামেলার সূত্রপাত। স্থানীয় সাহিল (বাবলু) সিং, যোগিন্দর প্যাটেল, সানি সিং-রা রাজকুমার বাবুকে অতিথি করা নিয়ে আপত্তি তোলেন। তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার ধমকি দেন । এতে রাজকুমার বাবু ও পূজোর আয়োজকরা রুখে দাঁড়ান। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের মারধর করা হয়, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন রাজ কুমারবাবু। ছুরির আঘাতে আহত হন রাজকুমার, পঙ্কজ গৌড়, উপেন্দ্র গৌড়, মহেন্দ্র গৌড়-রা। ছুরি নিয়ে তাদের উপর হামলা করার অভিযোগ ওঠে সাহিল, যোগিন্দর, সানি ও তাদের অনুগামীদের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাতে ভর্তি করা হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। হামলার অভিযোগে সাহিল সিং ও যোগিন্দর প্যাটেল কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় হামলায় ব্যবহৃত ধারালো চাকু।
ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা মলয় চক্রবর্তী বলেন হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এলাকায় এসব একদম বরদাস্ত করা হবে না। দোষীদের চিহ্নিত করে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আশা করি বলে জানান। সিপিআইএম নেতা তুফান মন্ডল বলেন ঘটনাটি যেখানে ঘটেছে গত পঞ্চায়েত ভোটে সেখানে আমরা জিতেছি। আহতরা আমাদের পঞ্চায়েত সদস্যের আত্মীয় হয়। তৃণমূলের লোকজনেরাই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তুফান বাবু। ঘটনাটি ঘিরে মঙ্গলবার রাতের পর বুধবার সকালেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।