তপোবন সিটির ‘লিফট কান্ডে’ ফের উত্তেজনা, অফিসে তালা ঝোলালো আবাসিকরা

আমার কথা, দুর্গাপুর, ৭ ফেব্রুয়ারী:
দুর্গাপুরের বামুনাড়ায় অবস্থিত বহুতল আবাসন তপোবন সিটির লিফট কান্ডকে কেন্দ্র করে ফের নতুন করে উত্তেজনা ছড়ালো আবাসিকদের মধ্যে। বৃহস্পতিবার লিফট ছিঁড়ে পড়ে যাওয়ার পরেও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। এই অভিযোগে আবাসিকরা প্রতিবাদ শুরু করেন শুক্রবার সকাল থেকে। কর্তৃপক্ষের সাথে বচসায় জড়িয়ে পড়েন আবাসিকরা। উত্তেজনা চরমে উঠলে আবাসনের দপ্তরে তালা বন্ধ করে দেওয়া হয়।
প্রসঙ্গত: বৃহস্পতিবার বহুতল আবাসন তপোবন সিটির ৫৮ নং টাওয়ারের পাঁচতলার আবাসিক ভারতীয় সেনা বাহিনীর জওয়ান কৃষাণু ব্যানার্জি লিফটে করে যখন নামতে যান তখন তাঁকে নিয়ে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যান। আবাসনের নিরাপত্তারক্ষীরা ও আবাসিকরা মিলে কৃষাণুবাবুকে লিফটের দরজা ভেঙে উদ্ধার করে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পরেই উত্তেজনা চরমে পৌঁছোলে শুক্রবার সকালে তপোবন সিটির আবাসিকরা আবাসন কর্তৃপক্ষের সাথে দেখা করে। রক্ষণাবেক্ষণে গাফিলতি ও উদাসিনতার অভিযোগ তুলে সরব হন। তাঁরা আবাসনের দপ্তর ঘেরাও করেন। এরপরেই কর্তৃপক্ষের সাথে বচসায় জড়িয়ে পড়েন আবাসিকরা।
ওই আবাসনের এই আবাসিক দেবাশিষ রায়, হুশিয়ারি দিয়ে বলেন, “কর্তৃপক্ষ যদি কয়েক ঘন্টার মধ্যে লিফট মেরামত না করেন তাহলে নতুন প্রজেক্টের যে কাজ চলছে সেই কাজ আমরা হতে দেবো না। আর এখানে নতুন কোনো ফ্ল্যাট বিক্রিও হতে দেবো না”।
এ বিষয়ে প্রজেক্ট ম্যানেজার কৌশিক চক্রবর্তী বলেন, “লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে সংস্থাকে দেওয়া আছে তারা এসেছেন, দেখছেন বিষয়টি।”
এদিকে উত্তেজনা এতটাই চরমে পৌঁছোয় যে, কর্তৃপক্ষকে বের করে দপ্তরে তালা লাগিয়ে দেন আবাসিকরা।