দুর্গাপুরের মহিলা আইনজীবীর সাথে আর্থিক প্রতারণা, গ্রেফতার দুই যুবক

আমার কথা, দুর্গাপুর, ৮ ফেব্রুয়ারীঃ
দুর্গাপুর মহকুমা আদালতের এক মহিলা আইনজীবীর সাথে আর্থিক প্রতারনার দায়ে দুই যুবককে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের রবিবার আদালতে পেশ করা হয়। শনিবার হুগলি থেকে দুজনকে গ্রেফতার করেছিল পুলিস।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুর মহকুমা আদালতের মহিলা আইনজীবী মৌমিতা বিশ্বাসকে প্রিন্টার মেসিন কিনে দেওয়ার নাম করে ৬০ হাজার টাকা নেউ হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা বিমল কুমার সাউ ও প্রমোদ কুমার রাম নামে দুই যুবক। ওই ৬০হাজার টাকা যুবকদের অনলাইনের মাধ্যমে দিয়েছিলেন আইনজীবী। কিন্তু বেশ কিছুদিন পেরিয়ে গেলেও কোনো মেসিন না পাওয়ায় টাকা ফেরত চান আইনজীবী। কিন্তু টাকা ফেরত দেওয়ার ব্যাপারে ওই দুই যুবক কোনো উৎসাহ না দেখানোয় প্রতারিত হয়েছেন আইনজীবী বুঝতে পেরে তিনি পুলিসের দ্বারস্থ হন। নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে ভদ্রেশ্বর থেকে দুজনকে গ্রেফতার করে শনিবার। আজ ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চারদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।